পাবনায় স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
ডিটেকটিভ নিউজ ডেস্ক
পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়ালে গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে সৎ মায়ের উপর অভিমান করে নাইমা সুলতানা তুলি (১৪) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নাঈমা উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের কলেজপাড়া গ্রামের হায়দার আলীর মেয়ে ও হান্ডিয়াল উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল সাড়ে নয়টার দিকে হায়দার আলীর ২য় স্ত্রী সৎ মায়ের ওপর অভিমান করে স্কুলছাত্রী তুলি নিজ ঘরের ডাবের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। সৎ মায়ের বকুনি খেয়ে অভিমানে স্কুলছাত্রী নাইমা সুলতানা তুলি ফাঁস নিয়ে আত্মহত্যা করে বলে এলাকাবাসী জানান। থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।