মশাহিদ আহমদ, মৌলভীবাজার
মৌলভীবাজারে ব্রিটিশ বাংলাদেশী ওয়েলফেয়ার এসোসিয়েশন (অরপিংটন) এর কমিঠি গঠন করা হয়েছে স্থানীয় ওয়েষ্টার্ন রেস্টুরেন্টে গতকাল রাতে। বিশিষ্ট ব্যাংকার এডভোকেট মোহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে ও এডভোকেট মো: আব্দুল মতিন চৌধুরীর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ব্রিটিশ বাংলাদেশী ওয়েলফেয়ার এসোসিয়েশনের কেন্দ্রীয় কিমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোশাহিদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- এডভোকেট মামুনুর রশিদ মামুন, ব্যবসায়ী এম.মুহিবুর রহমান মুহিব, এডভোকেট ফারহানা বেগম চৌধুরী, এডভোকেট সালেহ আহমদ রিপন, ব্যাংকার মোরশেদ আলম, নুরুল ইসলাম, আলাউল ইসলাম খান, সাংবাদিক মু.ইমাদ উদ্দিন, সাংবাদিক হোসাইন আহমদ, সাংবাদিক এমদাদুল হক, আবু হানিফ, ব্যবসায়ী সুয়েব আহমদ, রেডক্রিসেন্ট মৌলভীবাজারের যুব প্রধান কামরুল ইসলাম মুন্না, ইহাম মোজাহিদ, এম.এ. সামাদ, এমদাদুলহক ও সৈয়দ তোফাজ্জল হোসেন প্রমুখ। মতবিনিময় সভায় সর্ব সম্মতিক্রমে বিশিষ্ট লেখক ও ব্যাংকার মোহাম্মদ আবু তাহের এডভোকেট সভাপতি ও এডভোকেট আব্দুল মতিন চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ৩৯ সদস্য বিশিষ্ট ব্রিটিশ বাংলাদেশী ওয়েলফেয়ার এসোসিয়েশন (অরপিংটন) মৌলভীবাজার জেলা শাখা গঠন করা হয়। সংগঠনের ৫জন উপদেষ্টা হলেন মৌলভী সৈয়দ কুদরত উল্যাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন আহমদ, ডা: ছাদিক আহমদ, সহযোগী অধ্যাপক শাহ আব্দুল ওয়াদুদ, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক বকসি ইকবাল আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ তৌফিক আহমদ।