কুড়িগ্রামে ফেনসিডিলসহ আটক ২
ডিটেকটিভ নিউজ ডেস্ক
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা থেকে ১৮৮ বোতল ভারতীয় ফেনসিডিনসহ দুইজনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের শহীদ সামাদ টেকনিক্যাল কলেজ এলাকায় অভিযান তাদের আটক করা হয়। ভুরুঙ্গামারী থানার ওসি তাপস চন্দ্র পন্ডিত বলেন, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল কলেজ এলাকায় অভিযান চালিয়ে ১৮৮ বোতল ভারতীয় ফেনসিডিল ও অটোরিকশাসহ ওই দুইব্যক্তিকে আটক করে। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসায় করে আসছিলো। তাদের বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা করা হয়েছে। মামলা নম্বরণ্ড২৬। দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি তাপস চন্দ্র পন্ডিত।