May 20, 2024, 8:24 am

সংবাদ শিরোনাম
শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে ১৯,৬০০ কেজি ভারতীয় চিনিসহ ০৩ জন গ্রেফতার উখিয়ায় রোহিঙ্গা শিবিরে অভিযানে ৪ আরসা সদস্য অস্ত্রসহ গ্রেফতার রাজধানীর ডেমরা এলাকা হতে আনুমানিক ছয় কোটি টাকা মূল্যমানের ৮৬০০ লিটার বিদেশী মদসহ ০৩ জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ উলিপু‌রে পাঁচ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক কাউনিয়ায় (ব্লাস্ট) এর উদ্দোগে ধর্মীয় সম্প্রীতির উপরে আলোচনা সভা কুড়িগ্রামে ১ টাকায় ১০ টি পরিবেশ বান্ধব পাখা বিক্রি করছে ফুল জৈন্তাপুরে গভীর রাতে পুলিশের অভিযানে ৬১৫ বোতল মদ ৮ কেজী গাঁজা উদ্ধার রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে ০৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ ক্ষেতলালে কলেজ প্রতিষ্ঠাতার মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার্কেল হিসেবে সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানার যোগদান

মনোহরদীর রাস্তার বেহাল অবস্থা

মোঃ কামরান পারভেজ মনোহরদী (নরসিংদী) প্রতিনিধিঃ

মনোহরদী প্রতিনিধী:-মোঃকামরান পারভেজঃ-নরসিংদীর মনোহরদী উপজেলার বেশির ভাগ গ্রামীণ সড়কের বেহাল দশা। রাস্তাগুলো দীর্ঘ দিন ধরে সংস্কার না করায় মানুষের দুর্ভোগ চরম আকার ধারন করেছে। কিছু কিছু গ্রামীণ সড়ক পাকা করা হলেও অতিরিক্ত মালবাহী ট্রাকসহ ভারী যানবাহন, মাটি ও ইটবাহী পিকাপ, কৃষি জমি চাষাবাদের জন্য আমদানিকৃত পাওয়ার ট্রিলার বেপরোয়াভাবে চলাচলের কারণে এসব সড়ক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ফলে গ্রামীণ এ সড়কগুলো বারবার সংস্কার করা হলেও দীর্ঘস্থায়ী হচ্ছে না।
সড়কগুলোতে খানাখন্দক থাকায় যানবাহন চলাচল বিগ্নিত হচ্ছে এবং সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কিছু গ্রামীণ সড়ক দেখে বুঝার উপায়ই নেই এসব সড়ক একসময় পাকা ছিল বা এই রাস্তা দিয়ে মানুষ চলে,মনতলা বাজার হতে খিদিরপুর বাজার, খিদিরপুর হতে রামপুর বাজার, খিদিরপুর হতে কালিচর হয়ে চৌরাস্তার বাজার, নারান্দী বালিকা উচ্চবিদ্যালয় হতে সনমানিয়া ব্রিজ, লেবুতলা গাবতলী বাজার হতে শরিফপুর বাজার, লেবুতলা গাবতলী বাজারের বাইপাস দিয়ে মোতালিব মেম্বারের বাড়ির পাশ দিয়ে আড়ালিয়া রোড পর্যন্ত, তারাকান্দি হতে শেখেরগাও মাদরাসা হয়ে চকবাজার,ধরাবান্দা মাদ্রাসা হতে প্রেসিডেন্ট বাড়ি মসজিদ, চন্দনবাড়ী পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের একটু সামনের মোড় হতে খালের ঘাট পর্যন্ত রাস্তাগুলোর বেহাল অবস্থা।

গাংকুলকান্দি গ্রামের সুমন মিয়া ও বাবু বলেন, সামান্য বৃষ্টি হলেই রাস্তার গর্তগুলোতে পানি লেগে থাকে এতে করে যারা সিএনজিচালিত অটোরিকশা, রিকশা, ভ্যানগাড়ি চালান তাদের যেমন সমস্যা হচ্ছে তেমনই সমস্যা হচ্ছে যাত্রীদের।
সিএনজিচালক সজিব বলেন, জীবনের ঝুঁকি নিয়ে আমাদের এসব সড়কে গাড়ি চালাতে হচ্ছে।মনোহরদীবাসি সরকারকে প্রতিনিধিদের মাধ্যমে যেন বিশেষ নজর দেন সেই দাবি তাদের।

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২৯মে২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর