May 30, 2024, 9:24 am

সংবাদ শিরোনাম
রংপুর সিটির তিন মাথায় নির্মাণ শ্রমিকের মৃত্যু, ইউপি চেয়ারম্যান ও ভবন মালিকের যোগসাজসে গোপনে লাশ দাফন আদমদীঘির ধান শরিয়তপুরে উদ্ধার; গ্রেপ্তার-২ অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৬ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান এলাকা হতে গাঁজা ও বিদেশী পিস্তলসহ কুখ্যাত অস্ত্রধারী মাদক ব্যবসায়ী সাগর’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কায় চালকের মৃত্যু ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে উপকুলের সতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত কুড়িগ্রামে বেবী তরমুজের চাষে তিন মাসে আয় দেড় লাখ টাকা মাঝরাত্রে প্রবাসীর ঘরে ঢুকে স্ত্রীও মা কে ছুরি মেরে পালালো দুর্বৃত্তরা বগুড়ার শিবগঞ্জে জাতীয় অনলাইন প্রেসক্লাবের কমিটি গঠন: এমদাদুল আহবায়ক রবি সদস্য সচিব গাইবান্ধা প্রেসক্লাব’র কমিটি গঠিত

রবীন্দ্র মৈত্রী বিশ্ব বিদ্যালয়ে প্রথম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

 

 

ইমানুল সোহান,ইবি প্রতিনিধি:
গতকাল ৬ মে ২০১৮ ইং তারিখে রবীন্দ্র মৈত্রী বিশ্ব বিদ্যালয়ের প্রথম সিন্ডিকেট সভা সন্ধ্যা ৬ টায় রবীন্দ্র মৈত্রী বিশ্ব বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের কার্যালয়ের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। বিশ্ব বিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহজাহান আলীর সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী এবং রবীন্দ্র মৈত্রী বিশ^বিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান  হাসানুল হক ইনু, এম.পি। উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন রবীন্দ্র মৈত্রী বিশ্ব বিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজ এর সদস্য ও নারী নেত্রী আফরোজা হক, রবীন্দ্র মৈত্রী বিশ্ব বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজ এর ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ জহুরুল ইসলাম, রবীন্দ্র মৈত্রী বিশ্ব বিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ এর সদস্য সচিব মুহ. শামসুর রহমান বাবু, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ শহীদুর রহমান, ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর মোঃ ইকবাল হোসেন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র মৈত্রী বিশ্ব বিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ এর ট্রেজারার শেখ মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন রবীন্দ্র মৈত্রী বিশ্ব বিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মোছাঃ ইসমত আরা খাতুন। বিশ্ব বিদ্যালয়ের প্রথম সিন্ডিকেট সভায় ২০ টি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি অন্তর্ভূক্ত ছিল। বিশ^বিদ্যালয় এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অত্র সিন্ডিকেট সভা বিশ^বিদ্যালয়ের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। একটি আদর্শিক বিশ^বিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষে আইন-কানুন, সংবিধি প্রণয়নসহ গুরুত্বপূর্ণ এজেন্ডা আলোচ্যসূচিতে অন্তর্ভূক্ত ছিলো। রবীন্দ্র মৈত্রী বিশ্ব  বিদ্যালয়ের সিন্ডিকেট বিশ্ব বিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসনিক এবং একাডেমিক কর্তৃপক্ষ।বিশ্ব মানের একটি প্রতিষ্ঠান গড়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ এই সিন্ডিকেট সভা। সভা শেষে ভাইস চ্যান্সেলর মহোদয় রবীন্দ্র মৈত্রী বিশ্ব বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/৮মে২০১৮/ইকবাল

 

Share Button

     এ জাতীয় আরো খবর