চট্টগ্রাম থেকে ৪৭ রোহিঙ্গাকে কক্সবাজারে ফেরত
ডিটেকটিভ নিউজ ডেস্ক
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা ছাড়পত্র পাওয়া ১৬ জনসহ মোট ৪৭ রোহিঙ্গাকে উখিয়া ও টেকনাফে পাঠিয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকালে চমেক হাসপাতাল থেকে পুলিশ পাহারায় তাদের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা শরণার্থী শিবিরে পাঠানো হয়।
চমেক পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, বিভিন্ন সময়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসা শিশু–মহিলা–পুরুষসহ মোট ১৬ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। ছাড়পত্র পাওয়া রোগী ও তাদের স্বজনদের বিকালে হাসপাতাল থেকে একটি বাসে করে উখিয়া কুতুপালং ও টেকনাফ রোহিঙ্গা শিবিরে পাঠানো হয়েছে। তাদের সঙ্গে কর্ণফুলী ও কোতোয়ালি থানা এলাকায় উদ্ধার হওয়া অন্য রোহিঙ্গাদেরও কক্সবাজারে পাঠানো হয়েছে বলে জানান এএসআই আলাউদ্দিন।