March 14, 2025, 11:23 am

সংবাদ শিরোনাম
জেনাসের উদ্যোগে ফায়ার সেফটি প্রশিক্ষণ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে যৌথবাহিনী অভিযানে সদর হাসপাতালে দালাল আটক আসন্ন ঈদ উপলক্ষে রংপুর রিজিয়নে মহাসড়কে হাইওয়ে পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা শেরপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ১৫ মার্চ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রাজস্থলীতে দূর্গম মিতিংগা ছড়ির গৃহহীন অসহায় পাহাড়ি পরিবারের পাশে দাঁড়ালো কাপ্তাই সেনা জোন মিঠাপুকুরে দীর্ঘ ১৩ বছর পর হত্যা মামলা দায়ের প্রথমবারের মত বান্দরবান পৌরসভায় ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত টেকনাফে মালয়েশিয়াগামী ১৮ রোহিঙ্গাকে উদ্ধার বিলাইছড়িতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বোরহানউদ্দিনে পুলিশের উপর হামলার প্রধান আসামি গ্রেফতার।।থানায় সংবাদ সম্মেলন

যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ডিটেকটিভ নিউজ ডেস্ক 

যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমে সব সমস্যা সমাধানের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আমরা যুদ্ধ চাই না

আমরা বিশ্বাস করি, আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান সম্ভব জাতিসংঘ সাধারণ অধিবেশনে তার দেওয়া পাঁচ দফা প্রস্তাব বাস্তবায়নের মধ্য দিয়েই রোহিঙ্গা সঙ্কটের সমাধান সম্ভব বলে মন্তব্য করেন শেখ হাসিনা গত কয়েক যুগ ধরে প্রায় চার লাখ রোহিঙ্গার ভার বহন করে আসছে বাংলাদেশ, যারা নিজ দেশ মিয়ানমারে জাতিগত নিপীড়নের শিকার অগাস্টের শেষ দিকে মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে সেনা অভিযান শুরুর পর নতুন করে আরও পাঁচ লাখ ৩৬ হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে এসেছে জাতিসংঘ মিয়ানমারের ওই অভিযানকে চিহ্নিত করেছেজাতিগত নির্মূল অভিযান হিসেবে

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশ সংস্থা রোহিঙ্গাদের মানবিক সঙ্কটে উদ্বেগ প্রকাশ করে তাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে গত ২১ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ অধিবেশনে দেওয়া বক্তৃতায় রোহিঙ্গা সঙ্কট নিরসনে পাঁচ দফা প্রস্তাব তুলে ধরেন শেখ হাসিনা মিয়ানমারে সহিংসতা জাতিগত নিধন অবিলম্বে বন্ধ করা; জাতিসংঘ মহাসচিবের নিজস্ব একটি অনুসন্ধানী দলকে মিয়ানমারে পাঠানো;

জাতিধর্ম নির্বিশেষে সকল নাগরিককে নিরাপত্তা দিতে মিয়ানমারের ভেতরে জাতিসংঘের তত্ত্বাবধানেসুরক্ষা বলয় গড়ে তোলা; রাখাইন রাজ্য থেকে জোর করে বিতাড়িত সব রোহিঙ্গা যাতে মিয়ানমারে তাদের বাড়িতে ফিরতে পারে, তা নিশ্চিত করা; সেই সঙ্গে কফি আনান কমিশনের সুপারিশমালার পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করার কথা বলা হয়েছে সেখানে গতকাল সোমবার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের সদস্যভুক্ত ৩১টি ব্যাংকের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে চেক হস্তান্তর অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশে যেমন অত্যাচার করেছিল, মিয়ানমারের এই বাস্তুচ্যুত নাগরিকরাও তাদের দেশে সেরকম অত্যাচারের শিকার

ওই সময় তিন কোটি বাঙালি গৃহহারা হয়েছিল, আর শরণার্থী হয়েছিল এক কোটি ১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর দীর্ঘদিন বিদেশে থাকতে বাধ্য হওয়ার কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, আমরাও শরণার্থী ছিলাম, এদের দুঃখ আমরা বুঝি মিয়ানমার থেকে আসা মানুষ যে দুর্দশায় পড়েছে, এই অবস্থায় তাদের পাশে না দাঁড়ালে সেটাই অমানবিক হবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী তিনি বলেন, আমাদের দেশের মানুষের মানবিক গুণ আছে প্রত্যন্ত এলাকা থেকে সাহায্য নিয়ে তারা রোহিঙ্গাদের পাশে দাড়িয়েছে সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন এবং আওয়ামী লীগের স্বেচ্ছাসেবকরা সেখানে কাজ করছে জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কেও রোহিঙ্গাদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী

Share Button

     এ জাতীয় আরো খবর