January 17, 2025, 1:58 am

সংবাদ শিরোনাম
শিবচরে খানকান্দি দৈয়দ আশরাফ আলী উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ শিবচরে খানকান্দি দৈয়দ আশরাফ আলী উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ টেকনাফ ২ বিজিবি”র অভিযানে আটক-৬ লক্ষ্মীপুরে তিন পুলিশ সদস্যকে পেটালেন সিএনজি চালকরা মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ

শিবচরে খানকান্দি দৈয়দ আশরাফ আলী উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ

রাকিবুল হাসান(রকি)শিবচর(মাদারীপুর)প্রতিনিধি:

মাদারীপুর জেলার শিবচরের খানকান্দি দৈয়দ আশরাফ আলী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের উৎসাহ-উদ্দীপনা আর নানা আয়োজনের মধ্য দিয়ে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতি সকালে বিদ্যালয়ের প্রাঙ্গণে প্রধান শিক্ষক মো. ইদ্রিস আলী ফকিরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের আনুষ্ঠানিক ভাবে বরণ করে নেয় স্কুল প্রশাসন।

সহকারী শিক্ষকের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানের প্রথমে অতিথিরা নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন। এছাড়াও শিক্ষার্থীদের মাঝে দেয়া হয়েছে স্কুলের লোগো যুক্ত স্কুল ব্যাগ,ডায়েরি।

নবীনদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, তিনি বলেন খানকান্দি সৈয়দ আশরাফ আলী উচ্চ বিদ্যালয়ে যারা ভর্তির সুযোগ পেয়েছে তারা নিঃসন্দেহে মেধাবী। তিনি আরো বলেন শুধু ভালো শিক্ষার্থী হলেই চলবে না, সকলকে দেশপ্রেমিক হতে হবে। নিজেকে আদর্শবান ও সৎ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। পরে মেধাবী শিক্ষার্থীদের প্রত্যেক শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে নগদ অর্থ তুলে দেয় স্কুল কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে শিক্ষার্থীদের মাঝে আনন্দে মাতিয়ে তুলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হেলেনা পারভীন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলানা, শিবচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক,আবুল খায়ের খান, শিক্ষিকা লক্ষি রানী,জুই শিক্ষক ইউনুস মিয়া এবং বিদ্যালয়ের শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Share Button

     এ জাতীয় আরো খবর