December 27, 2024, 5:19 am

সংবাদ শিরোনাম
মধুপুরে অবৈধভাবে মাটি কাঁটার অপরাধে ৬জনের জেল জরিমানা প্রবাসীকে হয়রানির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে প্রবাসীকে হয়রানির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে বেনাপোল স্থলবন্দর হ্যাল্ডিং শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনে নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ঝিকরগাছা উপজেলায় যুব অধিকার পরিষদের কমিটি ঘোষণা শার্শার উলশী ইউনিয়ন ভিত্তিক ৬ষ্ঠ হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত ১১ বছর পর দেশে ফিরলেন যুক্তরাজ্য বিএনপির আইন সম্পাদক লিয়াকত সাজাভোগের শেষে ভারত থেকে দেশে ফিরলো ২৬ বাংলাদেশি পুরুষ -নারী বেনাপোল থেকে শুভ উদ্বোধন হলো রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের নবজাতককে পাওয়া গেল রাস্তার পাশে

স্বাধীন সার্বভৌম বাংলাদেশর মাটিতে কেন আজ সন্ত্রাসী ঘনঘটা মেঘের ছায়া

ডিটেকটিভ ডেক্স:

সাবেক যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আলী আকবর চুন্নু বলেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মাটিতে কেন আজ সন্ত্রাসী ঘনঘাটা মেঘের ছায়া। আপনারা হয়তো জানেন যে ব্রিটিশ ইংরেজদের শাসনের পতনের পরে আমেরিকা পৃথিবীতে মোড়ল হিসেবে শাসন গ্রহণ করছেন।

আজ থেকে ৫০ বছর পূর্বে এসকোন নামে একটি সন্ত্রাসী সংগঠন তৈরি করেছেন।আপনারা অবগত আছেন যে, তালেবান নামে একটি সংগঠন তৈরি করেছিলেন।

লাদেনের মতন লোককে তারা প্রতিষ্ঠিত করেছিলেন, তারা আবার আইএসআই নামে একটি সংগঠন মুসলমান কান্ট্রির ভিতর তৈরি করেছেন। বর্তমানে সন্ত্রাসী টেরোরিস্ট এসকোন নামে একটি সংগঠন সারা পৃথিবীতে সৃষ্টি করেছেন। তাদের মূল লক্ষ্য হলো মুসলমানদেরকে নিধন করা সন্ত্রাসী মনোভাব প্রতিষ্ঠিত করা।

তাই আজ ভারতের মোদি সরকার সনাতন ধর্মাবলম্বী হিন্দু ভাইদেরকে জঙ্গি হিসাবে ইসকন নামে বাংলাদেশে তথা ভারতের শ্রীলংকা নেপাল পাকিস্তান দক্ষিণ এশিয়ায় মধ্যে মাথা ঝাড়া দিয়ে উঠেছে। আপনারা দেখেছেন যে কয়েকদিন আগে কোটের সামনে আমাদের একজন বিচক্ষণ লইয়ারকে জনতার সামনে যাবোই দেওয়া হয়েছে।

তারা পরিধান করেন হলুদ বর্ণের তিন টুকরা কাপড় এবং একটি ব্যাগ ওই ব্যাগের ভিতরে সব সময় চুরি থাকে। তাদের আস্তানায় অস্ত্র গোলাবারুদ রামদা বিভিন্ন প্রকারের আগ্নেয় অস্ত্ররের প্রশিক্ষণ নেন ।

বর্তমান সরকার কে বলব অনতিবিলম্বে এই সন্ত্রাসী উগ্রবাদী মৌলবাদ ইসকন কে নিষিদ্ধ করা হোক এবং তাদেরকে আইনের আওতায় এনে বিচার করা হোক। বর্তমান বাংলাদেশের শান্তিপ্রিয় মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান গারো জাতি মিলে আমরা একটি জাতি।

কোন শক্তি নাই যে আমাদের ভিতরে ভেদাভেদ সৃষ্টি করে ঘোলা পানিতে কেউ মাছ শিকার করবে আমরা তা প্রতিহত করব।

Share Button

     এ জাতীয় আরো খবর