November 14, 2024, 12:49 pm

সংবাদ শিরোনাম
মোটরসাইকেলের ধাক্কায় এক নারী নিহত মৌলভীবাজার প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মতবিনিময় ‘চার্জশিট থেকে নাম কাইটে দিমুনি’ বলা সেই যুবদল নেতাকে শোকজ জৈন্তাপুরে তামাবিল মহাসড়কে ৪ লেন প্রকল্পে নকশা পরিবর্তনের দাবীতে মানববন্ধন মোংলায় ভূমিদস্যু জাকির গাজীর বিচারের দাবিতে মানবন্ধন ও বিক্ষোভ জাপা নেতা রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে মানববন্ধনের ডাক দিয়ে লাপাত্তা আয়োজকরা, গণমাধ্যমে কথা বললেন ভুক্তভোগীরা উলিপুরে হাতিয়া গণহত্যা দিবস পালিত পার্বত্য বান্দরবানের পিছিয়ে পড়া শিশু ও নারীদের শিক্ষায় এগিয়ে নিতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে ম্যাটাডোর গ্রুপের স্বত্বাধিকারী আলহাজ্ব এ্যডভোকেট মোঃ শাহালম নিজেই একটি প্রতিষ্ঠান শেয়ারবাজারে কারসাজিতে সাকিবের আয় ৯০ লাখ, জরিমানা ৫০ লাখ

নন্দীগ্রামে নবাগত ইউএনও’র যোগদান

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার নন্দীগ্রামে গত ১০ নভেম্বর রবিবার বিকাল ৫টায় নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেন মোসাঃ লায়লা আঞ্জুমান বানু। তিনি বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির এর স্থলে স্থলাভিষিক্ত হলেন।

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তার দায়িত্ব বুঝে দেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভ‚মি) রোহান সরকার। পরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ লায়লা আঞ্জুমান বানুকে ফুলের তোড়া ও ক্রোষ্ট দিয়ে বরণ করে নেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ ও উপজেলা অফিসার্স ক্লাবের সদস্যগন।

ওই সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রানী রায়, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আন্না রানী দাস, অতিরিক্ত কৃষি কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশিকুর রহমান, উপজেলা প্রকৌশলী এজাজুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন সরদার মোঃ ফজলুল করিম, মাধমিক শিক্ষা কর্মকর্তা আজিজার রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতারা আক্তার বানু, সমাজ সেবা অফিসার গোলাম মোস্তফা, অধ্যক্ষ পরিতোষ চন্দ্র সরকার, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আঃ রউফ উজ্জল, প্রচার ও প্রকাশনা সম্পাদক সহকারী শিক্ষক রুহুল আমিন রানা প্রমুখ।

উল্লেখ্য, নবাগত ইউএনও মোসাঃ লায়লা আঞ্জুমান বানু ৩৪তম বিসিএস প্রশাসনের মাধ্যমে সহকারী কমিশনার হিসাবে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদানের পূর্বে নওগাঁ জেলার মান্দা উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন।

Share Button

     এ জাতীয় আরো খবর