October 30, 2024, 5:27 pm

সংবাদ শিরোনাম
বোরহানউদ্দিনে টিকা নেওয়ার পরে অসুস্থ হয়ে প্রায় অর্ধ শতাধিক ছাত্রী হাসপাতালে ভর্তি শার্শায় হতদরিদ্রদের মাঝে জামায়াতের ভ্যান,ছাগল ও নগদ অর্থ বিতরন নবাবগঞ্জে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাগেরহাটের কচুয়ায় যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সুন্দরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা স্বাধীনতা, সার্বভৌম হ্যাঁ ও সাংবিধানকে করা প্রয়োজন বান্দরবান প্রেসক্লাবের নতুন সদস্যদের ফুলেন শুভেচ্ছা দিয়ে বরন ডোমারে প্রধান শিক্ষকের পদ ফিরে পেতে ইউএনও’র কাছে আবেদন প্রিন্সসহ ০৩ জনকে রাজধানীর কদমতলী এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০ ভোলা বোরহানউদ্দিনে ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপর হামলায় ট্রলার জব্দ” আটক – ১

শার্শায় হতদরিদ্রদের মাঝে জামায়াতের ভ্যান,ছাগল ও নগদ অর্থ বিতরন

শহিদুল ইসলাম।। বাংলাদেশ জামায়াতে ইসলামী শার্শা উপজেলা শাখার উদ্যোগে অভাবী, দুস্থ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে ভ্যান, ছাগল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ১০ টার দিকে বাগআঁচড়া দারুল আমান ট্রাস্ট মাঠ প্রাঙ্গণে এ ভ্যান, ছাগল ও নগত অর্থ বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামির কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাও. আজিজুর রহমান।

প্রধান অতিথি মাও. আজিজুর রহমান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনের পাশাপাশি সব সময় অসহায়, দুঃস্থ মানুষের সহযোগিতা করে থাকে। তিনি বলেন, প্রান্ত্রিক জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থানের সুযোগ ঘটলে সামাজিক নিরাপত্তা নিশ্চিত হবে । সামাজিক শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী অসহায়, দু:স্থদের আত্মকর্মসংস্থান উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে। ফলে আমরা ভ্যান, ছাগল ও নগদ অর্থ বিতরণের করতে পারছি। এছাড়া যে কোনো দুর্যোগ, দুর্ঘটনায় আমরা সব সময় সবার পাশে থাকি।

এ সময় শার্শা উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য সমাজ (কল্যান বিভাগ) মাষ্টার আব্দুল কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক এড.জাহাঙ্গীর আলম,বাগআঁচড়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাষ্টার আব্দুস সাত্তার, ,

উপজেলা তারবিয়াত কর্মপরিষদ সদস্য ফিরোজ আল মাহমুদ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য উপজেলার ১১ টি ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে ১০৮টি ছাগল, ৩টি ভ্যান ও ৫৭জন ক্ষুদ্র ব্যবসায়ীকে নগদ ৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর