October 10, 2024, 8:29 am

সংবাদ শিরোনাম
বাংলাদেশের আইন ও বিচার ব্যবস্থা সংশোধন করিতে হবে – পর্ব ৯ আসন্ন শারদীয়া দুর্গাপূজা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসন ও জনগণের প্রীতি আহ্বান – পর্ব ৮ প্রশাসন সংস্থা ব্রিটিশ আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চলতে পারে না-পর্ব ৭ মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি

জয়পুরহাট ক্ষেতলালে ইউপি সদস্যর অবৈধ কারখানায় ৩০ হাজার টাকা জরিমানা

এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার দাশড়া ফকিরপাড়া গ্রামে ছানোয়ার হোসেন, ইউনিয়ন পরিষদের সদস্যর অবৈধ জৈব সার কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে স্থানীয় এলাকাবাসী নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন এই জরিমানা নাম মাত্র করা হয়েছে। মাত্র ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অবৈধভাবে সে জৈবসার কারখানা করেছে সে তুলনায় তার জেল-জরিমানা হয়নি। আমরা চাই সুষ্ঠ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। তার এই কারখানা বন্ধ করা হোক। আমাদের পরিবেশ বাচাতে তার ঔই অবৈধ সারকারখানা সিল গলা করা হোক।
২ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও মোবাইল কোর্টের ম্যাজিষ্ট্রেট নুসরাত জাহান বন্যা ওই জরিমানা করেন।
জানাগেছে, উপজেলার তুলশীঙ্গগা ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে সদস্য ছানোয়ার হোসেন দীর্ঘদিন যাবৎ তার বাড়ির পার্শে জৈব সার উৎপাদনের অবৈধ কারখানা স্থাপন করে। ওই কারখানায় মুরগির বিষ্টা, গবর, ছাইসহ রাসায়নিক সার মিশিয়ে জৈব সার তৈরি করে। পরিবেশের ছারপত্র ও সার উৎপাদনের লাইসেন্স এবং বিএসটি আই অনুমোদন ছাড়ায় ৪০ কেজি ওজনের প্যাকেট করে অনিক জৈব সারসহ একাধিক নামে ৪শ টাকা বস্তা বিক্রি করছে।
এলাকাবাসীর অভিযোগ বাসাবাড়ী ও আশেপাশে দূর্গন্ধ ছড়ায় এমন অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার ও মোবাইল কোর্টের ম্যাজিষ্ট্রেট নুসরাত জাহান বন্যা মোবাইল কোর্ট পরিচালনা করে ওই পরিমান জরিমানা করেন। পরে অবৈধ সার উৎপাদনের নিষেধ্যাজ্ঞসহ সকল প্রকার বর্জ ১৫ নভেম্বর এর মধ্যে অপসরন করার নির্দেশ দেন।
Share Button

     এ জাতীয় আরো খবর