December 27, 2024, 5:05 am

সংবাদ শিরোনাম
মধুপুরে অবৈধভাবে মাটি কাঁটার অপরাধে ৬জনের জেল জরিমানা প্রবাসীকে হয়রানির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে প্রবাসীকে হয়রানির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে বেনাপোল স্থলবন্দর হ্যাল্ডিং শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনে নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ঝিকরগাছা উপজেলায় যুব অধিকার পরিষদের কমিটি ঘোষণা শার্শার উলশী ইউনিয়ন ভিত্তিক ৬ষ্ঠ হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত ১১ বছর পর দেশে ফিরলেন যুক্তরাজ্য বিএনপির আইন সম্পাদক লিয়াকত সাজাভোগের শেষে ভারত থেকে দেশে ফিরলো ২৬ বাংলাদেশি পুরুষ -নারী বেনাপোল থেকে শুভ উদ্বোধন হলো রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের নবজাতককে পাওয়া গেল রাস্তার পাশে

উলিপুরে দত্ত মার্কেটে জাল টাকা কারবারি চক্রের ৩ সদস্য আটক 

 

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
জাল টাকা দিয়ে মার্কেটিং করার সময় ঢাকা থেকে আসা একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের ৩ সদস্যকে ব্যবসায়ীরা হাতে-নাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে। বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলা সদরে এ ঘটনা ঘটে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দেয়া তথ্য অনুযায়ী আটককৃতরা হচ্ছে ইয়াছিন (২৫) পিতা মজিবর রহমান (মহাখালী) ঢাকা, সিফাত (২০) পিতা জাহাঙ্গীর (সাভার) ঢাকা ও আলম (২৬) গিতা আব।দুর রব (উত্তরা) ঢাকা। এটা তাদের আসল পরিচয় কি-না তা নিয়ে ব্যবসয়ীদের মধ্যে যথেষ্ট সন্দেহ রয়েছে।
ব্যবসায়ী সূত্রে জানা গেছে, ওইদিন আনুমানিক বিকেল চারটার দিকে ৫/৬ জনের একটি প্রতারক গ্রুপ ক্রেতা সেজে দত্ত মার্কেটের বিভিন্ন দোকানে পণ্য দরদাম করতে থাকে। প্রথমে তারা রাজলক্ষ্মী বস্ত্রালয়ে একটি পাঞ্জাবি দরদাম করে ৫’শ টাকা ঠিক করে, পরে ১’ হাজার টাকার জাল নোট দিয়ে পাঞ্জাবি-সহ প্রতারকরা ৫’শ টাকা ফেরত নেয়। এরপর, পার্শ্ববর্তী মিলি ফ্যাশন শো-রুমে একট ওড়না দরদাম করে ৭’শ টাকা ঠিক করে সেখানেও এক হাজার টাকার একটা জাল নোট দিয়ে ওড়না-সহ অবশিষ্ট তিন শ’টাকা ফরত নেয়। একইভাবে প্রতারকরা ওই মার্কেটের এক্সপোর্ট ওয়াল শো-রুমে কাপড়ের দরদাম ঠিক করে ১ হাজার টাকার দুইটি জাল নোট পণ্য-সহ অবশিষ্ট টাকা ফেরত নেয়। প্রতারক চক্র মার্কেট ত্যাগ করার কিছুক্ষণ পর মিলি ফ্যাশন শো-রুমের সেলসম্যান বুঝতে পারে তাকে ১ হাজার টাকার জাল নোট দিয়ে কাপড় নিয়ে গেছে প্রতারক চক্র। তিনি তাৎক্ষণিক অন্যান্য দোকানদারদের জানাইলে, দেখা যায়, তাদেরও ১ হাজার টাকার জাল নোট দিয়েছে বলে নিশ্চিত হয়। এরপর ৩জন দোকানদার মিলে সিসিটিভি’র ফুটেজ দেখে নিশ্চত হন প্রতারকরা বাস স্টান্ডের দিকে গেছে। এরপরেই প্রতারকদের ধরতে উলিপুর নাইট কোচ বাস স্টান্ডে যায় তিন ব্যবসায়ী। সেখানে গিয়ে চারজনের গতিবিধি সন্দেহ জনক মনে হওয়ায় ব্যাগ-সহ চারজনকে আটক করে। এর মধ্যে একজন কৌশলে পালিয়ে যায়। পরে ৩ প্রতারককে দত্ত মার্কেটে নিয়ে আসলে উৎসুক জনতা ভীর করতে থাকে। এ অবস্থায় দোকানীরা পুলিশকে খবর দিলে উলিপুর থানা পুলিশ প্রতারকদের থানায় নিয়ে যায়।
Share Button

     এ জাতীয় আরো খবর