October 9, 2024, 4:26 pm

সংবাদ শিরোনাম
আসন্ন শারদীয়া দুর্গাপূজা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসন ও জনগণের প্রীতি আহ্বান – পর্ব ৮ প্রশাসন সংস্থা ব্রিটিশ আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চলতে পারে না-পর্ব ৭ মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি ভোলা বোরহানউদ্দিনে প্রাথমিক সহকারি শিক্ষকগণের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন
নাটোরে সরস্বতীপূজা।

নাটোরে সীমিত আকারে সরস্বতীপূজা।

নাটোরে অনুষ্ঠিত হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। করোনা মহামারির কারণে সীমিত আকারে হলেও নাটোরে বৃষ্টি উপেক্ষা করে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয় সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী সরস্বতী পুজা। গত বৃহস্পতিবার রাত থেকে অবিরাম বৃষ্টির কারণে উৎসব আনন্দে পড়েছে ভাটা। শীত, গুড়ি গুড়ি বৃষ্টি, মেঘলা আবহাওয়ার কারণে পূজার প্রস্তুতি নিতেও সবার দেরী হয়েছে। শনিবার মাঘ মাসের শুক্লা পঞ্চমীর অমিয় লগ্নে বিভিন্ন মন্ডপ ও হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে বাড়িতে এই পুজা অনুষ্ঠিত হয়। করোনা মহামারির কারনে এবার শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় সরস্বতী পুজার আয়োজন করা হয়নি। তাই স্কুল কলেজের শিক্ষার্থীরা এবার বাড়িতেই বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনায় এই ধর্মীয় উৎসব পালন করেন। তারা করোনা পরিস্থিতি দূর করা সহ মায়ের কাছে প্রার্থনা জানায়, যাতে করে তারা সঠিক ভাবে লেখাপড়া করে বিদ্যার্জন করতে পারে। পূজা মন্ডপগুলোতে সাজসজ্জা ও আলোকসজ্জা করা হয়েছে। পূজা উপলক্ষে মন্ডপে মন্ডপে নেওয়া হয় ভক্তিমুলক গান, প্রসাদ বিতরণ, সন্ধ্যা আরতি সহ নানা আয়োজন।
নাটোর জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি পৌর মেয়র উমা চৌধুরী জলি জানান, করোনাজনিত কারণে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি ও বিধি-নিষেধ মেনে এবার পূজার আয়োজন করা হয়েছে।

 

শামসুল ইসলাম,

নাটোর জেলা প্রতিনিধি।

 

Share Button

     এ জাতীয় আরো খবর