May 20, 2024, 6:43 am

সংবাদ শিরোনাম
শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে ১৯,৬০০ কেজি ভারতীয় চিনিসহ ০৩ জন গ্রেফতার উখিয়ায় রোহিঙ্গা শিবিরে অভিযানে ৪ আরসা সদস্য অস্ত্রসহ গ্রেফতার রাজধানীর ডেমরা এলাকা হতে আনুমানিক ছয় কোটি টাকা মূল্যমানের ৮৬০০ লিটার বিদেশী মদসহ ০৩ জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ উলিপু‌রে পাঁচ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক কাউনিয়ায় (ব্লাস্ট) এর উদ্দোগে ধর্মীয় সম্প্রীতির উপরে আলোচনা সভা কুড়িগ্রামে ১ টাকায় ১০ টি পরিবেশ বান্ধব পাখা বিক্রি করছে ফুল জৈন্তাপুরে গভীর রাতে পুলিশের অভিযানে ৬১৫ বোতল মদ ৮ কেজী গাঁজা উদ্ধার রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে ০৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ ক্ষেতলালে কলেজ প্রতিষ্ঠাতার মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার্কেল হিসেবে সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানার যোগদান

সুনামগঞ্জে খাদ্যবান্ধবের কর্মসূচির চাল পাচার কালে ৬৮ বস্তা চাল উদ্ধার, আটক ৪ জন

কামাল হোসেন, সুনামগঞ্জ::
 খাদ্যবান্ধব কর্মসূচির সরকারি চাল কালো বাজারে পাচার কালে পুলিশ অভিযান চালিয়ে সুনামগঞ্জের তাহিরপুর ও দোয়ারাবাজার উপজেলায় থেকে ৬৮ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। সেই সাথে  কালো বাজারে সরকারি চাল বিক্রির সাথে জড়িত  দোয়ারা বাজার উপজেলায় পান্ডারগাঁও গ্রামের আনোয়ার হোসেন আনু ও মাসুক আলম। এবং
তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের লামাগাঁও গ্রামের প্রভাত ও হেলালসহ ৪ জনকে গ্রেফতার  করা হয়েছে।
পুলিশ সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার(৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের লামাগাঁও বাজারে   সরকারী খাদ্যবান্ধব কর্মসূচি চাল কালো বাজারে বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানার এসআই দীপংকরসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে লামাগাঁও বাজার থেকে ৩০ কেজি ওজনের ১০ বস্তা চালসহ প্রভাত ও হেলাল নামের ২জনকে এবং অপরদিকে দোয়ার বাজার থানা পুলিশ অভিযান চালিয়ে দোয়ারাবাজার উপজেলায় ৩০ কেজি  ওজনের ৫৮ বস্তা চালসহ পান্ডারগাঁও গ্রামের আনোয়ার হোসেনের আনু ও মাসুক আলমকে হাতেনাতে জনকে আটক করে পুলিশ।
এর সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ওসি আব্দুল লতিফ তরফদার ও দোয়ারা বাজার থানার ওসি নাজির আলম বলেন,
এ বিষয়ে সংশ্লিষ্ট আইনে তাহিরপুর ও দোয়ারা বাজার থানায়  মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Share Button

     এ জাতীয় আরো খবর