April 29, 2024, 10:47 pm

সংবাদ শিরোনাম
সারাদেশের মতো রংপুরের বাজার নিয়ন্ত্রণে রয়েছে ভোক্তার ডিজি আবাম ফাউন্ডেশনের উদ্যোগে হাফেজ ও এতিমদের মাঝে পোশাক ও সেলামী প্রদান কক্সবাজার টিসিবির পণ্য মজুদ ও বিক্রির অপরাধে এক লাখ টাকা জরিমানা দুস্থদের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ এবার কলাপাড়ায় দেখা মিললো বিলুপ্তপ্রায় উড়ন্ত লাউডগা সাপের কুড়িগ্রামের উলিপুরে বাঁশের বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দিলেন প্রভাবশালী কুড়িগ্রামে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি- ২০২২ প্রদান নিয়মিত বাজার মনিটরিংয়ে পণ্যের দাম কমছে :রংপুরে ভোক্তা ডিজি ব্রহ্মপুত্র নদে আড়াই মাস ধরে চিলমারী-রৌমারী ফেরি চলাচল বন্ধ বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

আখাউড়া উপজেলা প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও নৌকা ভ্রমণ অনুষ্ঠিত

আখাউড়া উপজেলা প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও নৌকা ভ্রমণ অনুষ্ঠিত ।

মোঃ সিজান আহমেদ সোহাগ, কিশোরগঞ্জ ব্যুরো-প্রধান।

ঈদপরবর্তী আনন্দ ও নদীপথে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ঈদ পুনর্মিলনী ও নৌকা ভ্রমণের আয়োজন করেছে আখাউড়া উপজেলা প্রেসক্লাব। শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার খরমপুর (কেল্লা শাহ রহ:) মাজার সংলগ্ন তিতাস নদীর পাশে গাছের নিচে উৎসব অনুষ্ঠিত হয়।

শুক্রবার সকাল ১১ ঘটিকায় উপজেলার শান্তিনগর পঞ্চবটী রাস্তার পাশের নৌকা ঘাট থেকে নৌ ভ্রমণ শুরু হয়। পরে শাহ পীর(কল্লা শহীদ রহ:) জামে মসজিদে জুম্মার নামাজ আদায়ের পর তিতাস নদীতে পুরনো ঐতিহ্য নৌকায় বসে খাবার খাওয়া দারুন ভাবে উপভোগ করেন সবাই। বিকেল তিনটায় এলাকার দর্শনীয় স্থানগুলো ভ্রমণ করে দুপুরের খাওয়া-দাওয়া শেষ হয়।
আখাউড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃজুয়েল মিয়া বলেন,সহকর্মীদের মানুষিক প্রশান্তি ও একে অপরের ভালবাসার বন্ধন অক্ষুন্ন রাখার জন্যই মূলত এ আয়োজন।সবাইকে নিয়ে একসাথে মিলেমিশে থাকাটাই বড় বিষয়।
আখাউড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ জুয়েল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অমিত হাসান আবির এর সঞ্চালনায় ঈদ পুনর্মিলনী ও নৌকা ভ্রমণে উপস্থিত ছিলেন বেসরকারি টিভি চ্যানেল মোহনা টিভির আখাউড়া প্রতিনিধি মোশাররফ হোসেন কবির,
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাকিম ফারুকী,আখাউড়া উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি ইসমাইল হোসেন,সাংগঠনিক সম্পাদক রুবেল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ পারভেজ,দপ্তর সম্পাদক জুনায়েদ হোসেন পলক,সহ-সাংগঠনিক সম্পাদক আল আমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ অমিত হাসান অপু,কার্যনির্বাহী সদস্য কাজী সানি, মুস্তাফিজুর রহমান জনি, শুভ, কাউছার প্রমুখ।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর