May 30, 2024, 9:21 am

সংবাদ শিরোনাম
রংপুর সিটির তিন মাথায় নির্মাণ শ্রমিকের মৃত্যু, ইউপি চেয়ারম্যান ও ভবন মালিকের যোগসাজসে গোপনে লাশ দাফন আদমদীঘির ধান শরিয়তপুরে উদ্ধার; গ্রেপ্তার-২ অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৬ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান এলাকা হতে গাঁজা ও বিদেশী পিস্তলসহ কুখ্যাত অস্ত্রধারী মাদক ব্যবসায়ী সাগর’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কায় চালকের মৃত্যু ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে উপকুলের সতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত কুড়িগ্রামে বেবী তরমুজের চাষে তিন মাসে আয় দেড় লাখ টাকা মাঝরাত্রে প্রবাসীর ঘরে ঢুকে স্ত্রীও মা কে ছুরি মেরে পালালো দুর্বৃত্তরা বগুড়ার শিবগঞ্জে জাতীয় অনলাইন প্রেসক্লাবের কমিটি গঠন: এমদাদুল আহবায়ক রবি সদস্য সচিব গাইবান্ধা প্রেসক্লাব’র কমিটি গঠিত

রাজশাহীর তানোরে ইউএনও সুশান্ত কুমার মাহাতো করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি !

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :

রাজশাহীর তানোরে উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো করোনা ভাইরাসের উপসর্গ (প্রচন্ড জ্বর) নিয়ে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। আজ বুধবার (২৪ জুন) বেলা ১১টার দিকে তিনাকে তানোর হাসপাতালে ভর্তি করা হয়েছে।তানোর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোজিয়ারা খাতুনের সাথে কথা হলে তিনি এই প্রতিবেদককে জানান, ইউএনও স্যার প্রচন্ড জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। ইউএনও স্যার হাসপাতালের বিশেষ একটি কক্ষে চিকিৎসা নিচ্ছেন। তার শরীরে করোনার উপসর্গ থাকায় নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা পরীক্ষা ল্যাবে পাঠানো হয়েছে।ডা. রোজিয়ারা খাতুন আরো বলেন, ইউএনও স্যারের স্ত্রী এবং সন্তানও জ্বরে ভুগছেন। ফলে উনার পরিবারের সদস্যসহ ইউএনও অফিসের স্টাফদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে। টেস্টের রেজাল্ট না পাওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না। আমরা স্যারের রিপোর্টের অপেক্ষায় রয়েছি রিপোর্টে পেলেই সঠিকভাবে বলা যাবে।এ বিষয়ে বুধবার সন্ধা পনে ৭টায় তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নিবার্হী অফিসার (ইউএনও) সুশান্ত কুমার মাহাতোর সাথে কথা হলে তিনি এই গণমাধ্যম কর্মীকে জানান, বর্তমানে আমার জ্বর কমতে শুরু করেছে। আমি শারীরিক ও মানসিকভাবে সম্পুর্ণ সুস্থ রয়েছি। অপরদিকে আমার পরিবারের অন্যান্য সদস্যরাও সম্পুর্ণ ভাবে সুস্থ রয়েছেন। পাশাপাশি তিনি নিজের, পরিবারের এবং অফিস স্টাফ দের জন্য সকল স্থরের মানুষের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।উল্লেখ্য, করোনা ভাইরাসের এই মহামারীতে তানোর উপজেলা জুড়ে প্রথম থেকেই তা প্রতিরোধে সকল প্রকার দ্বিধা-দ্বন্দ্বকে দু’পায়ের মাড়িয়ে ব্যাপক জনসচেতনতা ও এলাকার অসহায় মানুষদের দুঃখ লাঘবে দিন-রাত কাজ করে গেছেন এই নির্বাহী অফিসার ইউএনও সুশান্ত কুমার মাহাতো। পাশাপাশি মাঠে-ময়দানে, হাট-বাজারের সকল জায়গায় নিজে থেকে মনিটরিংএ মাইকিং, লিফলেট বিতরণসহ করোনা ভাইরাস প্রতিরোধে সার্বিক কার্যক্রম পরিচালনা করে আসছেন তিনি।

প্রাইভেট ডিটেকটিভ/২৪ জুন ২০২০ /ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর