May 20, 2024, 8:21 am

সংবাদ শিরোনাম
শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে ১৯,৬০০ কেজি ভারতীয় চিনিসহ ০৩ জন গ্রেফতার উখিয়ায় রোহিঙ্গা শিবিরে অভিযানে ৪ আরসা সদস্য অস্ত্রসহ গ্রেফতার রাজধানীর ডেমরা এলাকা হতে আনুমানিক ছয় কোটি টাকা মূল্যমানের ৮৬০০ লিটার বিদেশী মদসহ ০৩ জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ উলিপু‌রে পাঁচ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক কাউনিয়ায় (ব্লাস্ট) এর উদ্দোগে ধর্মীয় সম্প্রীতির উপরে আলোচনা সভা কুড়িগ্রামে ১ টাকায় ১০ টি পরিবেশ বান্ধব পাখা বিক্রি করছে ফুল জৈন্তাপুরে গভীর রাতে পুলিশের অভিযানে ৬১৫ বোতল মদ ৮ কেজী গাঁজা উদ্ধার রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে ০৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ ক্ষেতলালে কলেজ প্রতিষ্ঠাতার মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার্কেল হিসেবে সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানার যোগদান

প্রাণঘাতী করোনা সচেতনতায় প্রশাসনের কড়া নজরদারির পাশাপাশি থানায় পুলিশের মাঝে পিপিই বিতরণ

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি :

সারাবিশ্বে ছড়িয়ে পড়া মহামারী প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে দেশ ও দেশের মানুষকে বাঁচাতে, নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন বাংলাদেশের পুলিশ বাহিনী। তার’ই ধারাবাহিকতায় মহামারী করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসানের নেতৃত্বে, এলাকার জনসাধারণকে মহামারীর প্রাদুর্ভাব থেকে দূরে সরিয়ে রাখতে বিভিন্ন ভাবে অগ্রণী ভুমিকা পালন করে যাচ্ছেন তানোরের পুলিশ প্রশাসন।মহামারী করোনায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বুধবার (৮ এপ্রিল) ২০২০ ইং সকাল থেকেই তানোর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার বাজার মনিটরিংসহ পাড়া-মহল্লা, মোড়ের চায়ের দোকান গুলোতে গিয়ে সাধারণ মানুষের মধ্যে করোনা সংক্রান্ত বিভিন্ন সচেতনতা মূলক পরামর্শ দিয়ে যাচ্ছেন তানোর থানা পুলিশ। এসময় থানার সামনেসহ বিভিন্ন রাস্তায় চলা সীমিত পর্যায়ের মোটরযানের কাগজপত্র যাচাই-বাছাইসহ বিভিন্ন ত্রুটি বিচ্যুতি গুলো পরিক্ষা করতে দেখা গেছে তানোর থানা পুলিশকে। অপরদিকে, কোনভাবেই যেন করোনা ছড়িয়ে না পড়ে তার লক্ষে সুরক্ষার জন্য জেলা পুলিশ সুপারের দেওয়া পিপিই থানায় এসে পৌঁছেছে। বুধবার দুপুরের দিকে অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান সেগুলো থানার সকল অফিসার ও স্টাফদের মধ্যে বিতরণ করেন।এ ছাড়াও করোনায় ঘোষিত লকড়াউনের মাঝে এলাকার মানুষকে সর্বসময় পরিস্কার-পরিছিন্ন তার মধ্যোদিয়ে নিজ-নিজ বাড়িতে থাকার আহ্বান জানিয়ে যাচ্ছেন তানোর থানা পুলিশ। এমনকি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অসহায় দিনমজুর খেটে খাওয়া ঘরবন্দী মানুষদের খোঁজ খবর নিয়ে তাদের মাঝে সাধ্যমতো খাদ্য সামগ্রীও তুলে দিচ্ছেন পুলিশ প্রশাসন।বুধবারের চলা দিনব্যাপি করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতায় তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসানের নেতৃত্বে দুরত্ব বজায় রেখে এতে অংশনেন, থানার তদন্ত (ওসি) আনোয়ার হোসেন, সেকেন্ড অফিসার এসআই মাসুদ রানা, এসআই আঃ আজিজ, এসআই রুহুল আমীন, এএসআই রাকিব হাসান, এএসআই মুকুল, এএসআই ইউনুস ও এএসআই চন্দন কুমারসহ পুলিশে অন্যান্য সদস্যরা।

প্রাইভেট ডিটেকটিভ/০৮ এপ্রিল ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর