October 9, 2024, 8:19 am

সংবাদ শিরোনাম
আসন্ন শারদীয়া দুর্গাপূজা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসন ও জনগণের প্রীতি আহ্বান – পর্ব ৮ প্রশাসন সংস্থা ব্রিটিশ আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চলতে পারে না-পর্ব ৭ মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি ভোলা বোরহানউদ্দিনে প্রাথমিক সহকারি শিক্ষকগণের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন

চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

 

বায়েজিদ প্রতিনিধি, আব্দুল আউয়াল মুন্না ঃ

বায়েজিদ বোস্তামী থানাধীন ওয়াজেদিয়াস্থ বাবুলের মাঠের শেষ প্রান্ত থেকে পাঁচটি একনলা বন্দুক, পাঁচটি কার্তুজ ও দুইটি ধারালো অস্ত্রসহ সন্দেহভাজন পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ রুহুল আমিন (২১), মোঃ জাবেদ প্রকাশ ভাইনে জাবেদ (৩১), মোঃ আব্দুল কাদের সুজন (২৯), মোঃ তুহিন প্রকাশ তুফান (২৮), রায়হান আহম্মেদ রনি (২০)।

(২৫ অক্টোবর ) শুক্রবার ভোররাত সাড়ে ৩টার দিকে  তাদের গ্রেপ্তার করা হয়।

বায়েজিদ বোস্তামী থানার ওসি আতাউর রহমান খোন্দকার জানান, গ্রেপ্তারকৃতরা ডাকাতি করার উদ্দেশ্যে একত্রিত হয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। অস্ত্র উদ্ধার ও ডাকাতির চেষ্টার ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়েছে।

বায়েজিদ বোস্তামী থানার উপ-পরিদর্শক গোলাম মোহাম্মদ নাসিম বলেন, সিএমপির উর্দ্ধতন কর্মকর্তাদের নির্দেশে শুক্রবার ভোররাতে বায়েজিদ থানাধীন ওয়াজেদিয়াস্থ বাবুল সাহেবের মাঠে অভিযান চালিয়ে ৫জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫টি একনলা বন্দুক, ৫টি কার্তুজ, স্টীলের তৈরী ১টি ছোরা, স্টীলের তৈরী ২টি চাপাতি উদ্ধার করা হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর