October 8, 2024, 8:55 pm

সংবাদ শিরোনাম
প্রশাসন সংস্থা ব্রিটিশ আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চলতে পারে না-পর্ব ৭ মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি ভোলা বোরহানউদ্দিনে প্রাথমিক সহকারি শিক্ষকগণের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষে বগুড়ায় বিএনপির মতবিনিময় সভা!

সিলেট কর অঞ্চলের ৫০ হাজার করদাতা বাড়ানোর উদ্যোগ

সিলেট কর অঞ্চলের ৫০ হাজার করদাতা বাড়ানোর উদ্যোগ

ডিটেকটিভ নিউজ ডেস্ক

লক্ষ্যমাত্রা ছুঁতে না পারলেও গত বছরের তুলনায় রাজস্ব আদায়ে ১৩ দশমিক ৪৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে সিলেট কর অঞ্চলে।

২০১৮ সালের জুলাই থেকে ২০১৯ সালের ৩০ জুন পর্যন্ত সিলেট কর অঞ্চলে ৮৫২ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয় ৬১০ কোটি টাকা।

সিলেট কর অঞ্চলের উপ কর কমিশনার কাজল সিংহ  এ তথ্য নিশ্চিত করে বলেন, গেলো বছরে ৭২৫ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় ছিল ৫৩৭ কোটি টাকা। এবছর রাজস্ব আদায়ের পরিমাণ লক্ষ্যমাত্রার চেয়ে ২৪২ কোটি কম হলেও গত বছরের আদায়ের চেয়ে ৭৩ কোটি বেশি হয়েছে। প্রবৃদ্ধি ১৩ দশমিক ৪৭ শতাংশ।

এছাড়া সিলেটের ২২টি সার্কেলে গত বছর করদাতার সংখ্যা ছিল ১ লাখ ২৮ হাজার ৬৬০ জন। এবছর নতুন করদাতা বেড়েছে আরো ১৫ হাজার। এ ছাড়া রাজস্ব আদায় বাড়াতে এবার স্বর্ণ মেলারও আয়োজন করা হয়।

সিলেট কর অঞ্চলের কর কমিশনার রনজীত কুমার সাহা  বলেন, আমাদের দেশে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৮ শতাংশ। যেখানে রাজস্বের প্রবৃদ্ধি দেওয়া হয় প্রায় ৩০ শতাংশ। তাই পুরাতন করদাতাদের উপর চাপ পড়ে। এজন্য নতুন করদাতা বাড়াতে আমরা ডোর টু ডোর সার্ভে করছি। সিলেট গ্যাস ফিল্ডের উৎপাদন কমে যাওয়ায় শত কোটি টাকা কর কমেছে। এরপরও এবার প্রবৃদ্ধির হার ১৩ দশমিক ৪৭ শতাংশ।

তিনি আরো বলেন, সিলেটে আমরা আরো ৫০ হাজার করদাতা তৈরির জন্য কাজ করছি। এজন্য সার্ভে কাজে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাজে লাগাচ্ছি। এ কাজের বিপরীতে বরাদ্দও চলে এসেছে। অচিরেই কাজ শুরু হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর