কামাল হোসেন, তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত পথে রাতের আধারেে চোরাই পথে ভারত থেকে পাচার করে নিয়ে আসা মে.টন ভারতীয় চোরাই কয়লা আটক করেছে বিজিবি জোয়ানরা। জানাযায়, তাহিরপুর উপজেলার বিভিন্ন পয়েন্ট দিয়ে সোর্সদের পরিচয়ধারীরা রাতের আধারে প্রতি রাতেই সরকারের রাজস্ব ফাকি দিয়ে ভাতর থেকে পাচার করে নিয়ে আসছে হাজার হাজার বস্তা চোরাই কয়লা। কিন্তু চোরাই কয়লা আটক করলেও সোর্স পরিচয়ধারী চিহ্নিত চোরাচালানী ও চাঁদাবাজদের গ্রেফতার করা হয়নি। এব্যাপারে বিজিবি ও এলাকাবাসী জানায়,সরকারের লক্ষলক্ষ টাকা রাজস্ব ফাঁকি দিয়ে প্রতিদিনের মতো আজ ১৮.০৬.১৯ইং মঙ্গলবার সকাল ৭টায় টেকেরঘাট বিজিবি ক্যাম্প সংলগ্ন জয়বাংলা বাজারের উত্তরে পুরাতন কোয়ারী এলাকা ও বড়ছড়া শুল্কস্টেশন এলাকা ও রজনীলাইন ১২০০ পিলার এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে ২৫ মে.টন কয়লাসহ কয়লা ও বস্তার মদ, ইয়াবা ও গাজা পাচাঁর করে সোর্স কামাল মিয়া ও ফিরোজ মিয়া নেতৃত্বে পাচার করে নিয়ে আসে। এরপর পাচাঁরকৃত কয়লা চোরাকারবারী শফিক নুর,ফারুক মিয়া বাড়িতে নিয়ে মজুত করে। আর মদ ও ইয়াবা সোর্স কামাল মিয়া ও ফিরোজ মিয়ার বাড়িতে নিয়ে লুকিয়ে রাখে। এখবর পেয়ে সকাল ৯টায় টেকেরঘাট কোম্পানী কমান্ডার লিয়াকত অভিযান চালিয়ে ৩ চোরাকারবারীর বাড়ি থেকে ২০মে.টন চোরাই কয়লা জব্দ করেন। কিন্তু উপরের উল্লেখিত সোর্স পরিচয়ধারী চোরাচালানী,চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদেরকে গ্রেফতার করা হয়নি। সুনামগঞ্জ ২৮ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক মাকসুদুল আলম বলেন,সীমান্ত এলাকায় বিজিবির কোন সোর্স নাই,সোর্স পরিচয়ধারী চোরাচালানী ও চাঁদাবাজদেরকে গ্রেফতারের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে। সোর্স পরিচয়ধারী চোরাচালানী ও চাঁদাবাজদের গ্রেফতারের জন্য প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের সহযোগীতা কামনা করছেন বড়ছড়া ও চাঁরাগাঁও শুল্কস্টেশনের ব্যবসায়ীরাসহ সুনামগঞ্জ জেলাবাসী।
প্রাইভেট ডিটেকটিভ/১৯ জুন ২০১৯/ইকবাল