May 20, 2024, 5:40 am

সংবাদ শিরোনাম
শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে ১৯,৬০০ কেজি ভারতীয় চিনিসহ ০৩ জন গ্রেফতার উখিয়ায় রোহিঙ্গা শিবিরে অভিযানে ৪ আরসা সদস্য অস্ত্রসহ গ্রেফতার রাজধানীর ডেমরা এলাকা হতে আনুমানিক ছয় কোটি টাকা মূল্যমানের ৮৬০০ লিটার বিদেশী মদসহ ০৩ জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ উলিপু‌রে পাঁচ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক কাউনিয়ায় (ব্লাস্ট) এর উদ্দোগে ধর্মীয় সম্প্রীতির উপরে আলোচনা সভা কুড়িগ্রামে ১ টাকায় ১০ টি পরিবেশ বান্ধব পাখা বিক্রি করছে ফুল জৈন্তাপুরে গভীর রাতে পুলিশের অভিযানে ৬১৫ বোতল মদ ৮ কেজী গাঁজা উদ্ধার রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে ০৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ ক্ষেতলালে কলেজ প্রতিষ্ঠাতার মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার্কেল হিসেবে সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানার যোগদান

জগন্নাথপুরে রাজনৈতিক মামলায় নিঃস্ব বিএনপি কর্মী শাহিনের যত ক্ষোভ

ফখরুল ইসলাম,জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

জগন্নাথপুরে মামলায় নিঃস্ব হওয়া বিএনপি কর্মী শাহিন       ছবিঃ ফখরুল ইসলাম

সুনামগঞ্জের জগন্নাথপুরে বিএনপির সহযোগী সংগঠন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি শাহিন মিয়ার যত ক্ষোভ দলের শীর্ষ নেতাদের প্রতি। ২ টি রাজনৈতিক মামলায় দীর্ঘদিন কারাভোগ করেন তিনি। বর্তমানে জামিনে রয়েছেন। তবে কিভাবে মামলাগুলো মোকাবিলা করছেন এ নিয়ে কোন রকম সহযোগিতা না পাওয়ায় দলের শীর্ষ নেতাদের প্রতি তাঁর ক্ষোভের শেষ নেই।জানাগেছে, জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর আশিঘর গ্রামের আবদুল বারিকের ছেলে প্রতিবাদী যুবক শাহিন মিয়া দীর্ঘ ১২ বছর ধরে বিএনপির রাজনীতি করছেন। দলে তাঁর সক্রিয় ভূমিকা থাকায় সকলের নজরে পড়ে যান শাহিন মিয়া। যার খেশারত হিসেবে ২টি মামলার আসামী হয়ে তাঁকে দীর্ঘদিন কারাভোগ করতে হয়েছে।এ ব্যাপারে ২৫ এপ্রিল বৃহস্পতিবার ভূক্তভোগী জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি শাহিন মিয়া বলেন, রাজনৈতিকভাবে সক্রিয়া হওয়া ছিল আমার অপরাধ। যে কারণে ২টি রাজনৈতিক মামলায় আমি দীর্ঘদিন কারাভোগ করে বর্তমানে জামিনে আছি। এসব মামলা মোকাবিলা করতে গিয়ে আমি নিঃস্ব হয়ে গেছি। অথচ দলের কোন শীর্ষ নেতা আমার কোন খোঁজ-খবর নেননি। এতে আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বিপদের সময় যদি দলের শীর্ষ নেতাদের সহযোগিতা না পাই, তাহলে আমাদের মতো সাধারণ কর্মীরা কিভাবে রাজনীতি করবে আমি তা বুঝতে পারছি না।এ ব্যাপারে জানতে চাইলে জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি শিক্ষাবিদ আবু হোরায়রা ছাদ মাস্টার বলেন, বর্তমান রাজনৈতিক দুঃসমেয় আমরা অসহায়। আমি নিজেও রাজনৈতিক মামলায় কারাভোগ করেছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নেতাকর্মীদের মামলা সংক্রান্ত বিষয়ে দলীয়ভাবে সহযোগিতা করা যায় না। দলের কোন কর্মী মামলার শিকার হলে তাকে তার ব্যক্তিগত ভাবে মামলা মোকাবিলা করতে হচ্ছে। এতে কিছুই করার নেই।

প্রাইভেট ডিটেকটিভ/ ২৬ এপ্রিল ২০১৯/ইকবাল

 

Share Button

     এ জাতীয় আরো খবর