May 20, 2024, 7:29 am

সংবাদ শিরোনাম
শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে ১৯,৬০০ কেজি ভারতীয় চিনিসহ ০৩ জন গ্রেফতার উখিয়ায় রোহিঙ্গা শিবিরে অভিযানে ৪ আরসা সদস্য অস্ত্রসহ গ্রেফতার রাজধানীর ডেমরা এলাকা হতে আনুমানিক ছয় কোটি টাকা মূল্যমানের ৮৬০০ লিটার বিদেশী মদসহ ০৩ জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ উলিপু‌রে পাঁচ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক কাউনিয়ায় (ব্লাস্ট) এর উদ্দোগে ধর্মীয় সম্প্রীতির উপরে আলোচনা সভা কুড়িগ্রামে ১ টাকায় ১০ টি পরিবেশ বান্ধব পাখা বিক্রি করছে ফুল জৈন্তাপুরে গভীর রাতে পুলিশের অভিযানে ৬১৫ বোতল মদ ৮ কেজী গাঁজা উদ্ধার রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে ০৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ ক্ষেতলালে কলেজ প্রতিষ্ঠাতার মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার্কেল হিসেবে সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানার যোগদান

হুমায়রার উদ্যোক্তা হওয়ার গল্প

আব্দুল্লাহ আল মামুন, বিশেষ প্রতিনিধি:  বৈশ্বিক মহামারি করোনায় থমকে গেছে গোটা বিশ্ব। সারাবিশ্বে অর্থনৈতিক ব্যবস্থাও ভেঙ্গে পড়েছে। ‘কোভিড-১৯’ এই ভাইরাসের প্রকোপ বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের দেশেও ছড়িয়ে পড়ায় সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে মার্চ ২০২০ থেকে। ঘরে বসে অলস সময় পার করতে হচ্ছে কয়েক কোটি শিক্ষার্থীকে। কিন্তু এই বিরূপ পরিস্থিতিও দমাতে পারেনি কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়া কিছু শিক্ষার্থীকে। আপন মহিমায় উদ্ভাসিত হয়ে যাঁরা নানা প্রতিকুলতাকে জয় করে ক্ষুদ্র উদ্যোক্তার ভূমিকায় নিজেদের দাঁড় করিয়েছেন।
এমনই একজন দিনাজপুরের হলিল্যান্ড কলেজের শিক্ষার্থী হুমায়রা জান্নাত বর্ষা। হুমায়রা জান্নাত এই করোনাকালে এক রকম বিনা পুঁজিতে মেধা, সাধনা আর পরিশ্রমের সমন্বয় ঘটিয়ে ঔধহহধঃ’ং ঈড়ষষবপঃরড়হ নামে গড়ে তুলেছেন একটি অন-লাইন ব্যবসা প্রতিষ্ঠান। যা ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এখান থেকে মাত্র এক বছর সময়ে হুমায়রা জান্নাতের উপার্জনের পরিমান আশাতীত।
দিনাজপুর জেলার বিরামপুরস্থ ‘বর্ষা বুটিকস ও ফ্যাশন হাউজ’ এর কর্ণধার নারী উদ্যোক্তা লায়লা আরজুমান বানু এবং ঢাকা থেকে প্রকাশিত একটি পত্রিকার সম্পাদক এ এইচ এম মোস্তাফিজুর রহমানের ছোট কন্যা হুমায়রা জান্নাত বর্ষা ছোটবেলা থেকেই যেন একটু অন্যরকম। সারাক্ষণ কিছু একটা করার ইচ্ছেটা যেন ডানা মেলতে পারতো না, দৈনন্দিন পড়ালেখার চাপে। ছোটবেলা থেকেই দেখে আসা সাজানো গোছানো সংসার, অন্যদিকে মা’য়ের দক্ষ হাতে বুটিকস ও ফ্যাশন হাউজ পরিচালনা। মা’কে দেখে উদ্বুদ্ধ হয়ে অন্যরকম কিছু একটা করার ইচ্ছেটা যেন সারাক্ষণ শুধু ডানা ঝাপটাতো।
পিএসসি ও জেএসসিতে বৃত্তি পাওয়া ছাত্রী, পড়ালেখায় মেধাবী হুমায়রা এসএসসি ও এইচএসসি’তে এ+ পেয়েছে বিজ্ঞান বিভাগ থেকে। পরিবারের অপর দুই সদস্য বড় বোন আনিকা জান্নাত হিমু ও ছোট ভাই ইয়াছিন আরাফাতও সময় দিচ্ছেন সদ্য উদ্যোক্তা হয়ে ওঠা হুমায়রার প্রতিষ্ঠান ঔধহহধঃ’ং ঈড়ষষবপঃরড়হ এ। পড়াশোনায় মেধার স্বাক্ষর রেখেছেন তারাও। আনিকা জান্নাত হিমুর ঝুলিতে রয়েছে ঢাকার কাকরাইলস্থ উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি.তে এ+। পরে সৈয়দপুর ক্যান্টঃ পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসিতে বিজ্ঞান বিভাগে এ+। এবং গত ১৩ আগষ্ট প্রকাশিত অনার্সের ফলাফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ইডেন মহিলা কলেজ থেকে পদার্থ বিজ্ঞানে ফার্স্টক্লাশ পাওয়ার সম্মান। আর ছোট ভাই ক্লাস টেন এর ছাত্র ইয়াছিন আরাফাত স্থানীয়ভাবে পণ্য ডেলিভারীম্যান হিসেবে হোম ও কুরিয়ার সর্ভিসের কাজ করছে। সেও ক্লাস ফাইভ ও ৮ম শ্রেণিতে  ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া ছাত্র। কিন্তু তারা কাজকে ছোট করে দেখেনি। যথেষ্ট মেধাবী হওয়া সত্বেও ছোট-খাটো কোনো কাজকে অবহেলার চোখে না দেখে বরং কাজকে ‘কাজ’ মনে করেই ভালোবেসে তা করে যাচ্ছে। কাজের প্রতি সম্মান রয়েছে এই পরিবারের প্রতিটি সদস্যের।
Jannat’s Collection প্রতিষ্ঠায় শুরুটা এমন ছিল না হুমায়রার। মনের গহীনে পুষে রাখা স্বপ্নটা বুঝি পুরণ হবার সুযোগ করে দিলো অভিশপ্ত ‘কভিড-১৯’ করোনা মহামারিকাল। ২০২০ সালে এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহনের কথা ছিল হুমায়রার। কিন্তু করোনার কারনে হুট করে পরীক্ষা স্থগিত হয়ে যায়। সেই থেকে অলস বসে থাকা। এক অনিশ্চয়তা আর মানসিক চাপে সময় যেন কাটে না। এক সময় অস্থিরতায় পেয়ে বসে হুমায়রাকে। সারাক্ষণ কিছু একটা করার বাসনা চেপে বসে মনে। সেই পুরনো অভ্যাস। এভাবে কেটে যায় দুই/ তিন মাস। এক সময় সিদ্ধান্ত নেয় হুমায়রা, এভাবে বাসায় বসে না থেকে কিছু একটা করা দরকার। মেধাবী হুমায়রা ভাবে আর কিছু না হোক, নিজেকে ব্যস্ত রাখতে হবে।
হুমায়রা জান্নাতের ভাষায়, “হঠাৎ মাথায় আইডিয়া আসে। যেই ভাবা, সেই কাজ। কোনো কিছু চিন্তা না করেই ফেইজবুকে Jannat’s Collection নামে একটি পেইজ খুলে ফেলি। সময়টা ৩ আগষ্ট ২০২০ খ্রিঃ। সেই বছরে আম্মু ইন্ডিয়া থেকে কিছু জুয়েলারী এনেছিল আমাদের জন্য। পরে মনে হলো যেহেতু এগুলো একদম নতুন, তাই এগুলো দিয়েই শুরু করা যাক। ছবি তুলে পেইজে পোষ্ট দিলাম। আলহামদুলিল্লাহ, ঘন্টা চারেক পরেই একটা ঝুমকোর অর্ডার আসে। প্রথম উপার্জন ৭০ টাকা। এভাবেই কোনো রকম পুঁজি ছাড়াই যাত্রাটা শুরু হয়েছিল। শুরুর দিকে বাসা থেকে এতটা সাপোর্ট পাইনি। যখন সবাই দেখলো বেশ সাড়া পাচ্ছিলাম, তখন আর কোনো বাধা রইলো না। এরপর থেকে ধীরে ধীরে নিজের কিছু জমানো টাকা দিয়ে ব্যবসাটাকে বড় করতে শুরু করি। বাসা থেকে এক টাকাও নিতে হয়নি। শুরুর দিকে দেশীয় পণ্য নিয়ে কাজ করতাম। কিন্তু ইমপোর্টেড পণ্যের চাহিদা থাকায় দেশীয় পণ্যের পাশাপাশি বর্তমানে বিদেশী ইমপোর্টেড পণ্য নিয়েও কাজ করছি। মেয়েদের ড্রেস, শাড়ি, বিভিন্ন জুয়েলারী, জুতা পারফিউম ও বিভিন্ন ফ্যশনেবল সামগ্রী কালেকশনে রেখেছি। এখন আমাদের পেইজ ও গ্রুপে প্রায় ২৫ হাজারের মতো ফলোয়ার রয়েছে। আলহামদুলিল্লাহ, গত এক বছরে প্রাপ্তি অনেক। এখন আমার সাথে আমার বড় বোন ও ছোট ভাই রয়েছে। ব্যবসার পরিধিও বেড়েছে। ভাই-বোনরা মিলে কাজ করে যাচ্ছি।”
উদ্যোক্তা হওয়ার বিষয়ে হুমায়রা জান্নাতের বক্তব্য হচ্ছে, বড় কিছু করবো এই চিন্তা নিয়ে বসে থাকলে হবে না। কম পুঁজি দিয়ে ছোট্ট পরিসরে হলেও শুরু করতে হবে। ব্যবসার জন্য কমিটমেন্ট খুবই গুরুত্বপূর্ণ বিষয়। পণ্যের মাণ যেন ঠিক থাকে সেই দিকেও বিশেষ খেয়াল রাখতে হবে। শুরু থেকেই প্রচন্ডভাবে ডেডিকেটেড ছিলাম। তাই হয়তো আল্লাহর রহমতে আমাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। সকলের দোয়া ও সহযোগীতায় ভবিষ্যতে ঔধহহধঃ’ং ঈড়ষষবপঃরড়হ কে বহু দূর এগিয়ে নেবার স্বপ্ন দেখে সদ্য উদ্যোক্তা হয়ে ওঠা হুমায়রা জান্নাত বর্ষা।

Share Button

     এ জাতীয় আরো খবর