May 20, 2024, 4:11 am

সংবাদ শিরোনাম
শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে ১৯,৬০০ কেজি ভারতীয় চিনিসহ ০৩ জন গ্রেফতার উখিয়ায় রোহিঙ্গা শিবিরে অভিযানে ৪ আরসা সদস্য অস্ত্রসহ গ্রেফতার রাজধানীর ডেমরা এলাকা হতে আনুমানিক ছয় কোটি টাকা মূল্যমানের ৮৬০০ লিটার বিদেশী মদসহ ০৩ জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ উলিপু‌রে পাঁচ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক কাউনিয়ায় (ব্লাস্ট) এর উদ্দোগে ধর্মীয় সম্প্রীতির উপরে আলোচনা সভা কুড়িগ্রামে ১ টাকায় ১০ টি পরিবেশ বান্ধব পাখা বিক্রি করছে ফুল জৈন্তাপুরে গভীর রাতে পুলিশের অভিযানে ৬১৫ বোতল মদ ৮ কেজী গাঁজা উদ্ধার রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে ০৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ ক্ষেতলালে কলেজ প্রতিষ্ঠাতার মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার্কেল হিসেবে সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানার যোগদান

সুনামগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে রাস্তায় সাদা রং লাগিয়ে জেব্রা ক্রসিং এর উদ্বোধন করেন পুলিশ সুপার

সুনামগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে রাস্তায় সাদা রং লাগিয়ে জেব্রা ক্রসিং এর উদ্বোধন করেন পুলিশ সুপার

রুজেল আহমদ  সুনামগঞ্জ

সুনামগঞ্জে সড়ক র্দূঘটনা রোধে সাধারন মানুষজনকে নিরাপদে রাস্তা পারাপারে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্কুল কলেজের শিক্ষার্থীদের নিয়ে জেব্রা ক্রসিং এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় পৌর শহরের সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে রাস্তায় সাদা রং লাগিয়ে জেব্রা ক্রসিং এর উদ্বোধন করেন পুলিশ সুপার মোঃ বরকতুল্লাহ খান। পরে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের হলরুমে শিক্ষার্থীদের উপস্থিতিতে সচেতনতামূলক এক সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের প্রিন্সিপাল নুরুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ বরকতুল্লাহ খান। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন্নবী সায়েম, প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ আজিজুন সিকদার,প্রতিষ্ঠানের চীফ ইসট্রাক্টর ইলেকটিক্যাল মোঃ নুরুল ইসলাম তালুকদার,সদর সার্কেল মোঃ বেলায়েত হোসেন সিকদার,সদর মডেল থানার অফিসার্স ইনচার্জ মোঃ শহীদুল্লাহ,প্রতিষ্ঠানের জুনিয়র ইসস্ট্রাক্টর আব্দুল্লাহ আল হাজী,জুনিয়র আর এসি মোঃ জাহির আলম,জুনিয়র ইলেকট্রিক্যাল রাজন কুমার দাস প্রমুখ। পুলিশ সুপার মোঃ বরকতুল্লাহ খান,বলেন দেশে সড়ক র্দূঘটনা রোধে জনসচেতনতার কোন বিকল্প নেই। তাই স্কুল কলেজের ছাত্রছাত্রীসহ সবাইকে রাস্তা পারাপারে জেব্রা ক্রসিং ব্যবহার করে রাস্তা পারাপার করলেই  র্দূঘটনার কবল থেকে নিজেকে রক্ষা করা সম্ভব। কেননা একটি রাস্তায় যেখানে জেব্রা ক্রসিং নেই সেখানে রাস্তা পারাপার করতে হলে তাকে ফলো করতে হবে যে রাস্তায় যানবাহন চলাচল করছে কিনা করলে সাধারন জনগনকে রাস্তা পারাপারের সময় টানে এবং বামে লক্ষ্যে করেই কেবল রাস্তা পারাপার করতে হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর