May 20, 2024, 5:43 am

সংবাদ শিরোনাম
শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে ১৯,৬০০ কেজি ভারতীয় চিনিসহ ০৩ জন গ্রেফতার উখিয়ায় রোহিঙ্গা শিবিরে অভিযানে ৪ আরসা সদস্য অস্ত্রসহ গ্রেফতার রাজধানীর ডেমরা এলাকা হতে আনুমানিক ছয় কোটি টাকা মূল্যমানের ৮৬০০ লিটার বিদেশী মদসহ ০৩ জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ উলিপু‌রে পাঁচ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক কাউনিয়ায় (ব্লাস্ট) এর উদ্দোগে ধর্মীয় সম্প্রীতির উপরে আলোচনা সভা কুড়িগ্রামে ১ টাকায় ১০ টি পরিবেশ বান্ধব পাখা বিক্রি করছে ফুল জৈন্তাপুরে গভীর রাতে পুলিশের অভিযানে ৬১৫ বোতল মদ ৮ কেজী গাঁজা উদ্ধার রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে ০৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ ক্ষেতলালে কলেজ প্রতিষ্ঠাতার মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার্কেল হিসেবে সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানার যোগদান

সরিষাবাড়ীতে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ

সরিষাবাড়ীতে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ
জামালপুর প্রতিনিধি


জামালপুরের সরিষাবাড়ীতে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ তুলেছেন ওই শিশুর পরিবার। গত ৩ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় পৌরসভার আরামনগর এলাকায় এ ঘটনা ঘটেছে।
ধর্ষিতার শিশুর পরিবারের অভিযোগ সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী পৌরসভার আরামনগর দক্ষিণ পাড়া গ্রামের রবিউল ইসলাম তার প্রতিবন্ধী ৮ বছরের শিশু কন্যাকে নিয়ে ভাড়া বাসায় বসবাস করছেন। শিশুটির পিতা রবিউল হোটেলে এবং মাতা বাসা-বাড়িতে কাজের ঝিঁ হিসেবে কাজ করেন। সোমবার সন্ধ্যায় শিশুটির পিতা-মাতা বাড়ীতে না থাকার সুযোগে একই বাসার ভাড়াটিয়া জহুরুল ইসলাম জহু (৪০) প্রতিবন্ধী শিশুকে চকলেট খাবার প্রলোভন দেখিয়ে বাড়ির পাশে একটি স্যালো মেশিন ঘরে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। এ সময় শিশুটির আর্তচিৎকার শুনে পাশের বাড়ির মরিয়মসহ কয়েকজন এগিয়ে এসে শিশুটির প্যান্ট ছেড়াসহ জহুরুলকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। রক্তাক্ত শিশুটিকে উদ্ধার করে তারা বাড়িতে নিয়ে আসেন। এ সুযোগে লম্পট জহুরুল পালিয়ে যায়। ঘটনার ২১ ঘন্টা পার হলেও প্রতিবন্ধী শিশুটির পরিবার অর্থের অভাবে অসুস্থ্য শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিতে পারেনি। শিশুর মা সখিনা বলেন, থানা পুলিশের কাছে গেলেও পুলিশ আমগো সাহায্য করেনি। আমগো টাকা-পয়সা নাই তাই চিকিৎসার জন্য হাসপাতালে নিতে পারি নাই। কেউ আমগোর কাছে আসে না।
পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর সোহেল রানা জানান, প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ করেছে বলে লোকমুখে শুনেছি। সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মাজেদুর রহমান জানান, প্রতিবন্ধী শিশুকে নিয়ে তার মা থানায় এসেছিল। অভিযোগ পেলে তদন্ত করে দোষীর বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

 

Share Button

     এ জাতীয় আরো খবর