May 29, 2024, 8:21 pm

সংবাদ শিরোনাম
রংপুর সিটির তিন মাথায় নির্মাণ শ্রমিকের মৃত্যু, ইউপি চেয়ারম্যান ও ভবন মালিকের যোগসাজসে গোপনে লাশ দাফন আদমদীঘির ধান শরিয়তপুরে উদ্ধার; গ্রেপ্তার-২ অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৬ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান এলাকা হতে গাঁজা ও বিদেশী পিস্তলসহ কুখ্যাত অস্ত্রধারী মাদক ব্যবসায়ী সাগর’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কায় চালকের মৃত্যু ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে উপকুলের সতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত কুড়িগ্রামে বেবী তরমুজের চাষে তিন মাসে আয় দেড় লাখ টাকা মাঝরাত্রে প্রবাসীর ঘরে ঢুকে স্ত্রীও মা কে ছুরি মেরে পালালো দুর্বৃত্তরা বগুড়ার শিবগঞ্জে জাতীয় অনলাইন প্রেসক্লাবের কমিটি গঠন: এমদাদুল আহবায়ক রবি সদস্য সচিব গাইবান্ধা প্রেসক্লাব’র কমিটি গঠিত

শেরপুরে জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামরুল গ্রেপ্তার

শেরপুরে জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামরুল গ্রেপ্তার

জামালপুর শেরপুর জেলার প্রতিনিধি

 

গতকাল ভোরে সদর-থানা পুলিশ শেরপুর শহরের বাগরাকসা এলাকার বাসা থেকে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে শেরপুর জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামরুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার সন্ধ্যায় মুখ্য বিচারিক হাকিম আদালতের নির্দেশে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।তাঁর কাছ থেকে পুলিশ ছয়টি ককটেল, দুটি রামদা ও একটি চায়নিজ কুড়াল জব্দ করেছে।পুলিশ জানায়, গতকাল শনিবার দিবাগত গভীর রাতে স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামরুল ও ৪০ থেকে ৪৫ জন দলীয় নেতা-কর্মী তাঁর (কামরুল) বাগরাকসা এলাকার বাসায় সংগঠিত হয়ে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনায় বৈঠক করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে সদর-থানা পুলিশ কামরুলের বাসায় অভিযান চালায়। পরে পুলিশ কামরুলকে গ্রেপ্তার এবং তাঁর বাসা থেকে ছয়টি ককটেল, দুটি রামদা ও একটি চায়নিজ কুড়াল জব্দ করে। এ সময় কামরুলের অন্য সহযোগীরা কৌশলে পালিয়ে যান। সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুল ইসলাম  রোববার সন্ধ্যায়  বলেন, এ ঘটনায় থানার এসআই মো. শাহিন সরকার বাদী হয়ে কামরুলসহ ২৯ জনকে সুনির্দিষ্টভাবে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করে বিস্ফোরক দ্রব্য আইনে সদর থানায় মামলা করেছেন। আদালতের মাধ্যমে গ্রেপ্তার কামরুলকে কারাগারে পাঠানো হয়েছে।
তবে কারাগারে পাঠানোর ফলে এ ব্যাপারে কামরুলের বক্তব্য জানা সম্ভব হয়নি।

 

 

Share Button

     এ জাতীয় আরো খবর