May 29, 2024, 6:35 pm

সংবাদ শিরোনাম
রংপুর সিটির তিন মাথায় নির্মাণ শ্রমিকের মৃত্যু, ইউপি চেয়ারম্যান ও ভবন মালিকের যোগসাজসে গোপনে লাশ দাফন আদমদীঘির ধান শরিয়তপুরে উদ্ধার; গ্রেপ্তার-২ অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৬ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান এলাকা হতে গাঁজা ও বিদেশী পিস্তলসহ কুখ্যাত অস্ত্রধারী মাদক ব্যবসায়ী সাগর’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কায় চালকের মৃত্যু ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে উপকুলের সতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত কুড়িগ্রামে বেবী তরমুজের চাষে তিন মাসে আয় দেড় লাখ টাকা মাঝরাত্রে প্রবাসীর ঘরে ঢুকে স্ত্রীও মা কে ছুরি মেরে পালালো দুর্বৃত্তরা বগুড়ার শিবগঞ্জে জাতীয় অনলাইন প্রেসক্লাবের কমিটি গঠন: এমদাদুল আহবায়ক রবি সদস্য সচিব গাইবান্ধা প্রেসক্লাব’র কমিটি গঠিত

রাজশাহী তানোর পৌরসভায় আমশো আমটিয়ারা মাঠে রনক ট্রেডার্সের সৌজন্যে ৮টিমের ফুটবল খেলায় বিজয়ী আমশো সোনালী সংঘ

রুহুল আমীন খন্দকার  রাজশাহী  ব্যুরো প্রধান :

রাজশাহী তানোর পৌরসভায় আমশো আমটিয়ারা মাঠে রনক ট্রেডার্সের সৌজন্যে গত ২০ আগষ্ট ২০১৮ ইং শনিবার সকাল ৯টা থেকে ৮টিমের ১দিন ব্যাপি ফুটবল খেলায় বিজয়ী আমশো সোনালী সংঘ ও দিত্বীয় হয়েছেন বাশির একাদশ আমশো। প্রথম পুরুস্কার পাঁচ হাজার টাকা ও দিত্বীয় পুরুস্কার চার হাজার টাকা। অংশো গ্রহন কারী দলেরা হচ্ছেন (১) আমশো সোনালী সংঘ (২) আকচাঁ ইস্কুল পাড়া (৩) গোল্লাপাড়া (৪) রনক ট্রেডার্স (৫) মথুরাপুর তরুন সংঘ (৬) সরনজাই তরুন সংঘ (৭) বাশির একাদশ (৮) রাফি একাদশ। সাংবাদিক সোহানুল হক পারভেজের উপস্থাপনায় উক্ত খেলাটিতে সভাপতিত্ব করেন মেসার্স রনক ট্রেডার্সের সত্বাধীকারী তানোর পৌরসভার মেয়র পদ পার্থী মামুন মোল্লা, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোকসেদ আলী মোল্লা সভাপতি তানোর পৌরসভা মডেল উচ্চ বিদ্যালয়, বিশেষ অতিধি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবক আলহাজ্ব আফসার আলী, মোঃ ইনতাজ আলী মোল্লা সভাপতি কৃষক লীগ আমশো ওয়ার্ড, সমাজ সেবক মোঃ আফজাল হোসেন কবিরাজ, সমাজ সেবক আলহাজ্ব মিলন মোল্লা, মোঃ ময়েজ উদ্দীন সভাপতি আমশো সোনালী সংঘ। এছাড়া আরো উপস্তিত ছিলেন আমশো গ্রামের শিক্ষক ওবাইদুর মোল্লা, প্রভাশক আজিবুর রহমান, মোজাম্মেল মন্ডল, বাশির মোল্লা, মাহাবুর মোল্লা, রনি মোল্লা প্রমুখ।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২১ অক্টোবর ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর