May 20, 2024, 5:47 am

সংবাদ শিরোনাম
শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে ১৯,৬০০ কেজি ভারতীয় চিনিসহ ০৩ জন গ্রেফতার উখিয়ায় রোহিঙ্গা শিবিরে অভিযানে ৪ আরসা সদস্য অস্ত্রসহ গ্রেফতার রাজধানীর ডেমরা এলাকা হতে আনুমানিক ছয় কোটি টাকা মূল্যমানের ৮৬০০ লিটার বিদেশী মদসহ ০৩ জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ উলিপু‌রে পাঁচ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক কাউনিয়ায় (ব্লাস্ট) এর উদ্দোগে ধর্মীয় সম্প্রীতির উপরে আলোচনা সভা কুড়িগ্রামে ১ টাকায় ১০ টি পরিবেশ বান্ধব পাখা বিক্রি করছে ফুল জৈন্তাপুরে গভীর রাতে পুলিশের অভিযানে ৬১৫ বোতল মদ ৮ কেজী গাঁজা উদ্ধার রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে ০৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ ক্ষেতলালে কলেজ প্রতিষ্ঠাতার মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার্কেল হিসেবে সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানার যোগদান

রাজশাহীর বাঘার পদ্মায় অবৈধ বালু উত্তোলন পরিদর্শনে গিয়ে হামলার শিকার এসিল্যান্ড

রুহুল আমীন খন্দকার, রাজশাহী ব্যুরো প্রধান :

রাজশাহীর বাঘার পদ্মা নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলন পরিদর্শনে গিয়ে হামলার শিকার হয়েছেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ইমরুল কায়েস। এ সময় তাকে রক্ষা করতে গিয়ে মারাত্মক ভাবে জখম হয়েছে নিরাপত্তা কর্মী পলিন ও ড্রাইভার রাজু। শনিবার (১৯জানুয়ারি) দুপুর ১ টার দিকে উপজেলার হরিরামপুর বালি ঘাটে এই হামলার ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন রাজশাহী জেলা প্রশাসক এসএম আব্দুল কাদের ও পুলিশ সুপার শহিদুল ইসলাম। এদিকে হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন রাজশাহী জেলা প্রশাসক। স্থানীয় একাধিক সুত্রে জানা গেছে, রাজশাহীর পদ্মা নদীতে অবৈধ ভাবে বালি উত্তোলন অব্যাহত রয়েছে। বাঘা উপজেলার আলাইপুর-হরিরামপুর পদ্মা নদীতে স্থানীয় নওশাদ আলী, আমিরুল মেম্বর, রমজান মেম্বর ও জিল্লুর রহমান-সহ কতিপয় লোকজন দীর্ঘদিন থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এই অবৈধ বালু উত্তোলনের বিষয়ে সম্প্রতি এলাকার লোকজন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) এর কাছে একটি লিখিত অভিযোগ করেন। এ অভিযোগের প্রেক্ষিতে শনিবার দুপুর ১ টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে যান উপজেলা সহকারি কমিশনার (ভুমি) এসিল্যান্ড ইমরুল কায়েস। এ সময় বালি ঘাটের সাথে সম্পৃক্ত জনৈক ভুট্টু মিয়া ,আজম আলী, আব্দুল বারী, শফিকুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, মাসুদ রানা , সুলতান, মিনারুল ও মুস্তাক আহাম্মেদ সহ প্রায় ১৫ জনের একটি সংঘবদ্ধ দল এসিল্যান্ড ইমরুল কায়েসকে এলোপাতাড়ি ভাবে মারপিট করে। এ ঘটনায় তিনি মাথায় গুরুতর ভাবে আঘাত প্রাপ্ত হন। এ সময় এসিল্যান্ডকে বাঁচাতে এগিয়ে এলে তাঁর নিরাপত্তা কর্মী পলিন এবং ডাইভার রাজুকেও বেধড়ক মারপিট করে আহত করা হয়। ঘটনার পর স্থানীয় কিছু লোক তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এসিল্যান্ড ইমরুল কায়েস ও নিরাপত্তা কর্মী পলিন এর অবস্থা বেগতিক হলে কর্তব্যরত চিকিৎসক আক্তার জাহান তাদেরকে রামেক হাসপাতালে নিয়ে যেতে বলেন।উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ইমরুল কায়েস জানান, ‘অভিযোগের ভিক্তিতে আমি ঘটনা স্থল পরিদর্শনে যাই। এ সময় নওশাদ আলী নামে এক ব্যাক্তি আমাকে এ বিষয়ে নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলতে বলেন। তখন আমি নির্বাহী কর্মকর্তাকে দূরে গিয়ে ফোন করলে আতর্কিত ভাবে কতিপয় লোকজন আমার উপরে হামলা করে’। তবে নওশাদ আলী ঘটনা স্থলে ছিলেন না বলে দাবি জানান। এদিকে ঘটনার পর বিকেলে হরিরামপুর অবৈধ বালি মহল এলাকা পরিদর্শন করেন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল কাদের ও পুলিশ সুপার শহিদুল ইসলাম। তারা ওই এলাকার কতিপয় লোকজনের সাথে এ বিষয়ে কথা বলে এ বিষয়ে তথ্য সংগ্রহ করেন। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়ার (এ.এস.পি) আব্দুর রাজ্জাক ও বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) মহসীন আলী।রাজশাহী জেলা প্রশাসক এসএম আব্দুর কাদের ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ‘বাঘা উপজেলার সহকারি কমিশনার (ভুমি) ইমরুল কায়েস অবৈধ ভাবে বালি উত্তেলন পরিদর্শন করতে গেলে তাকে ও তার সঙ্গে থাকা অন্যান্যদে আক্রমন করা হয়েছে’। এ বিষয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। একই কথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২১ জানুয়ারি ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর