May 20, 2024, 5:15 am

সংবাদ শিরোনাম
শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে ১৯,৬০০ কেজি ভারতীয় চিনিসহ ০৩ জন গ্রেফতার উখিয়ায় রোহিঙ্গা শিবিরে অভিযানে ৪ আরসা সদস্য অস্ত্রসহ গ্রেফতার রাজধানীর ডেমরা এলাকা হতে আনুমানিক ছয় কোটি টাকা মূল্যমানের ৮৬০০ লিটার বিদেশী মদসহ ০৩ জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ উলিপু‌রে পাঁচ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক কাউনিয়ায় (ব্লাস্ট) এর উদ্দোগে ধর্মীয় সম্প্রীতির উপরে আলোচনা সভা কুড়িগ্রামে ১ টাকায় ১০ টি পরিবেশ বান্ধব পাখা বিক্রি করছে ফুল জৈন্তাপুরে গভীর রাতে পুলিশের অভিযানে ৬১৫ বোতল মদ ৮ কেজী গাঁজা উদ্ধার রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে ০৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ ক্ষেতলালে কলেজ প্রতিষ্ঠাতার মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার্কেল হিসেবে সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানার যোগদান

রাজশাহীর পুঠিয়ায় আখ চাষীদের চার মাসের বিল বাঁকি

রুহুল আমীন খন্দকার,রাজশাহী ব্যুরো প্রধান :

রাজশাহী পুঠিয়ায় সাব-জোন অফিসের অধীনে আখ চাষীদের বিল বাঁকি রয়েছে অভিযোগ উঠেছে। এতে এলাকার আখ চাষীদের মধ্যে বিরুপ মনোভাব তৈরি হয়েছে। এভাবে চলতে থাকলে এলাকার কৃষকের আখ বিকল্প চিন্তা করছে বলে অনেকেই জানিয়েছে। চার মাসে প্রায় ৪ কোটি টাকা বিল বাঁকি রয়েছে, পুঠিয়া রাজবাড়ী এলাকার আখ চাষী অরুণ দত্ত ও চকপলাশি এলাকার জেহের আলী জানান, আমরা পুঠিয়া সাবজোন অফিসে যোগাযোগ করে বিল প্রায় চার মাস থেকে পাচ্ছি না। বিল না পাওয়া আমাদের ফসল চাষাবাদ করতে অনেক কষ্ট হচ্ছে। বিভিন্ন জায়গায় ধার দেনা করে আবাদ করতে হচ্ছে। এভাবে চলতে থাকলে আমরা আখের চাষাবাদ বাদ দিয়ে অন্য ফসল করবো। এতে প্রায় ঋণ গ্রহীতা ৬’শ ৬০জন এবং অঋণ গ্রহীতা আখ চাষী প্রায় ৩’শ জন মোট এক হাজার চাষীদের বিল বাঁকি রয়েছে। এছাড়াও নাম প্রকাশে অনিচ্ছুক পুঠিয়া সাবজোন অফিসের একাধিক কর্মচারীরা অভিযোগ করে বলেন, আমারা কম বেতনে চাকুরী করি। গত ৬ মাস ধরে আমাদের বেতনের ১০ থেকে ১২ শতাংশ হারে টাকা কেটে কর্তৃপক্ষ বেতন দিচ্ছেন। যা এর আগে কখনো হয়নি। পুঠিয়া সাবজোন অফিস সূত্রে জানাগেছে, গত ১৩ ডিসেম্বর থেকে এ পর্যন্ত আখ চাষীদের বিলে বাঁকি রয়েছে। এব্যাপারের পুঠিয়া সাব-জোন অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (সম্প্র) এমদাদুল হক জানান, উদ্ধর্তন কর্তৃপক্ষ চাষীদের বিল পরিশোধে চেষ্টা চালাচ্ছেন। অচিরেই এ সমস্যার সমাধান হয়ে যাবে বলেও তিনি জানান।

প্রাইভেট ডিটেকটিভ/৪ এপ্রিল ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর