May 30, 2024, 12:42 pm

সংবাদ শিরোনাম
রংপুর সিটির তিন মাথায় নির্মাণ শ্রমিকের মৃত্যু, ইউপি চেয়ারম্যান ও ভবন মালিকের যোগসাজসে গোপনে লাশ দাফন আদমদীঘির ধান শরিয়তপুরে উদ্ধার; গ্রেপ্তার-২ অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৬ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান এলাকা হতে গাঁজা ও বিদেশী পিস্তলসহ কুখ্যাত অস্ত্রধারী মাদক ব্যবসায়ী সাগর’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কায় চালকের মৃত্যু ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে উপকুলের সতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত কুড়িগ্রামে বেবী তরমুজের চাষে তিন মাসে আয় দেড় লাখ টাকা মাঝরাত্রে প্রবাসীর ঘরে ঢুকে স্ত্রীও মা কে ছুরি মেরে পালালো দুর্বৃত্তরা বগুড়ার শিবগঞ্জে জাতীয় অনলাইন প্রেসক্লাবের কমিটি গঠন: এমদাদুল আহবায়ক রবি সদস্য সচিব গাইবান্ধা প্রেসক্লাব’র কমিটি গঠিত

যশোর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন আজ,উচ্ছ্বসিত নেতাকর্মীরা, হাল ধরছেন কারা ?

ইয়ানূর রহমান,শার্শা (যশোর) প্রতিনিধিঃ

প্রতিকি ছবি

যশোর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন আজ ।প্রায় পাঁচ বছর পরে এই সম্মেলন ঘিরে নেতাকর্মী সমর্থকসহ গোটা যশোরবাসী উৎসুক। নানা ঐতিহ্যে মণ্ডিত উপমহাদেশের প্রাচীণ এবং দেশের বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের জেলা কমিটির সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি।এদিকে সম্মেলন ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। এবার দলের জেলা কমিটির হাল ধরছেন কারা আর কে হচ্ছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এটি এখন দেখার অপেক্ষা। ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে স্থান করে নিতে বর্তমান এবং সাবেক নেতারা শেষ পর্যন্ত যোগাযোগ রাখছেন সম্ভাব্য কাণ্ডারিদের সাথে। এছাড়াও দলের হাল ধরতে বা ধরে রাখতে বর্তমান সভাপতি শহিদুল ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারসহ অনেক নেতার কেউ প্রকাশ্যে আবার কেউ অপ্রকাশ্যে যোগাযোগ রাখছেন কেন্দ্রীয় নেতাদের সাথে। এদিকে সম্মেলন স্থল ঈদগাহ ময়দানকে ঘিরে গোটা শহর এখন নতুন সাজে সজ্জিত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুনন্নেসা মুজিবসহ প্রয়াত নেতাদের নামে তৈরি করা হয়েছে দেড়শতাধিক তোরণ। করা হয় আলোক সজ্জাও। সম্মেলনে মোট ৪৫৫ জনকে কাউন্সিলর এবং ৪ হাজার ৫শ’ জনকে ডেলিগেট চূড়ান্ত করা হয়েছে। ৮টি উপকমিটির সদস্যবৃন্দ নিজ কাজ নিয়ে মহাব্যস্ত। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দসহ সাংবাদিকদের মাঝে বিতরণ করা হয়েছে আমন্ত্রণপত্র।
সকাল ১০টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং কবুতর উড়িয়ে সম্মেলনের উদ্বোধন উদ্বোধন করবেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাড. পীযুষ কান্তি ভট্টাচার্য্য। প্রধান অতিথি থাকছেন সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আলোচনা সভার আগে মঞ্চে পরিবেশিত হবে দেশত্ব বোধক সংগীত। সম্মেলনে ক্রিকেট তারকা নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজার আসার কথা থাকলেও তিনি আসতে পারছেন না বলে জানান জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক ওহিদুল ইসলাম তরফদার। তিনি জানান আমন্ত্রিত অতিথি হয়ে আসছেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য বঙ্গবন্ধু পরিবারের সদস্য শেখ নাসের শাহ্রিয়ার তন্ময়। তবে অন্য অতিথিরা সকলেই আসছেন বর্ণাঢ্য এই সম্মেলনে। সম্মানিত অতিথি থাকছেন সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, বিশেষ অতিথি আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্মসাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ। প্রধান বক্তা থাকবেন দলের কেন্দ্রীয় যুগ্মসাধারণ সম্পাদক আব্দুর রহমান। বিশেষ বক্তা থাকবেন জাতীয় সংসদের হুইপ ও দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, কেন্দ্রীয় নেতা এসএম কামাল হোসেন ও পারভীন জামান কল্পনা। জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি শহিদুল ইসলাম মিলনের সভাপতিত্বে এই সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে থাকবেন যশোর-৫ আসনের সংসদ সদস্য পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, যশোর-৬ কেশবপুর আসনের সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক, সদর আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, যশোর-৪ আসনের সংসদ সদস্য রণজিৎ কুমার রায় ও যশোর-২ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) নাসির উদ্দিন। সঞ্চলনা করবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন জানিয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ নির্ধারিত নেতৃবৃন্দ বাদে কারো বক্তব্য দেয়ার সুযোগ নেই।সূত্র জানিয়েছে, সম্মেলনে বিভিন্ন স্থান থেকে হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতি প্রাণবন্ত করে তুলবে সম্মেলনস্থল ৷

প্রাইভেট ডিটেকটিভ/২৭ নভেম্বর ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর