May 30, 2024, 9:50 pm

সংবাদ শিরোনাম
রংপুর সিটির তিন মাথায় নির্মাণ শ্রমিকের মৃত্যু, ইউপি চেয়ারম্যান ও ভবন মালিকের যোগসাজসে গোপনে লাশ দাফন আদমদীঘির ধান শরিয়তপুরে উদ্ধার; গ্রেপ্তার-২ অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৬ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান এলাকা হতে গাঁজা ও বিদেশী পিস্তলসহ কুখ্যাত অস্ত্রধারী মাদক ব্যবসায়ী সাগর’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কায় চালকের মৃত্যু ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে উপকুলের সতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত কুড়িগ্রামে বেবী তরমুজের চাষে তিন মাসে আয় দেড় লাখ টাকা মাঝরাত্রে প্রবাসীর ঘরে ঢুকে স্ত্রীও মা কে ছুরি মেরে পালালো দুর্বৃত্তরা বগুড়ার শিবগঞ্জে জাতীয় অনলাইন প্রেসক্লাবের কমিটি গঠন: এমদাদুল আহবায়ক রবি সদস্য সচিব গাইবান্ধা প্রেসক্লাব’র কমিটি গঠিত

যশোরে ছাত্রলীগকর্মীকে ছুরিকাঘাতে হত্যা

যশোরে ছাত্রলীগকর্মীকে ছুরিকাঘাতে হত্যা

ডিটেকটিভ নিউজ ডেস্ক

যশোরের ঝিকরগাছা উপজেলায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক ছাত্রলীগকর্মী নিহত হয়েছেন। গত শনিবার ঝিকরগাছা মন্দিরের সামনে এ ঘটনা ঘটে বলে ঝিকরগাছা থানার ওসি আবু সালেহ মাসুদ করিম জানান। এ ঘটনার পর যশোর-বেনাপোল সড়ক দেড় ঘণ্টা অবরোধ করেছে বিক্ষুব্ধ জনতা। নিহত মিলন হোসেন (২৬) উপজেলার কাটাখালী এলাকার আলম হোসেনের ছেলে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদ তার রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেছেন। ওসি মাসুদ জানান, দুপুরে উপজেলা বাজার থেকে হেঁটে বাড়ি যাচ্ছিলেন মিলন। মন্দিরের সামনে পৌঁছলে প্রতিপক্ষের তিন যুবক তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই সংগঠনের তিন যুবক এ ঘটনা ঘটিয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বলেন ওসি। তিনি জানান, এ ঘটনার পর বেলা সাড়ে ৩টার পর থেকে ৫টা পর্যন্ত বিক্ষুব্ধ জনতা ঝিকরগাছা বাজারে অবস্থান নিয়ে যশোর-বেনাপোল সড়ক অবরোধ করে রাখে। পরে উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর কবীর মুকুলসহ স্থানীয় নেতৃবৃন্দ ও পুলিশ কর্মকর্তারা অবরোধকারীদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে নেন। জরুরি বিভাগের চিকিৎসক কল্লোল কুমার সাহা বলেন, পেটে ছুরির আঘাতে নাড়িভুঁড়ি বেরিয়ে আসে। তার পিঠেও একটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর