May 20, 2024, 7:31 am

সংবাদ শিরোনাম
শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে ১৯,৬০০ কেজি ভারতীয় চিনিসহ ০৩ জন গ্রেফতার উখিয়ায় রোহিঙ্গা শিবিরে অভিযানে ৪ আরসা সদস্য অস্ত্রসহ গ্রেফতার রাজধানীর ডেমরা এলাকা হতে আনুমানিক ছয় কোটি টাকা মূল্যমানের ৮৬০০ লিটার বিদেশী মদসহ ০৩ জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ উলিপু‌রে পাঁচ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক কাউনিয়ায় (ব্লাস্ট) এর উদ্দোগে ধর্মীয় সম্প্রীতির উপরে আলোচনা সভা কুড়িগ্রামে ১ টাকায় ১০ টি পরিবেশ বান্ধব পাখা বিক্রি করছে ফুল জৈন্তাপুরে গভীর রাতে পুলিশের অভিযানে ৬১৫ বোতল মদ ৮ কেজী গাঁজা উদ্ধার রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে ০৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ ক্ষেতলালে কলেজ প্রতিষ্ঠাতার মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার্কেল হিসেবে সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানার যোগদান

মানিকগঞ্জে বসুন্ধরা এলপি গ্যাস এবং বসুন্ধরা ফুড এন্ড বেভারেজ-এর পৃষ্ঠপোষকতায় ঐতিহ্যবাহী খেলা কাবাডি অনুষ্ঠিত

মানিকগঞ্জে বসুন্ধরা এলপি গ্যাস এবং বসুন্ধরা ফুড এন্ড বেভারেজ-এর পৃষ্ঠপোষকতায় ঐতিহ্যবাহী খেলা কাবাডি অনুষ্ঠিত

খলিলুর রহমান, মানিকগঞ্জ

দিনে দিনে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী খেলা কাবাডি,অথচ দেশের জাতীয় খেলা কাবাডি। তবে মানিকগঞ্জ এর মানুষ কাবাডি খেলা ভালো বাসে যার প্রমাণ মেলে , মানিকগঞ্জে বসুন্ধরা এলপি গ্যাস এবং বসুন্ধরা ফুড এন্ড বেভারেজ-এর পৃষ্ঠপোষকতায় হয়ে গেল ‘এ এম সায়েদুর রহমান’ স্মৃতি কাবাডি টুর্নামেন্ট। যেখানে ফাইনালে ৬১-৪৩ পয়েন্টে ঘিওর উপজেলাকে হারিয়ে শিরোপা জিতেছে দৌলতপুর উপজেলা। তবে জয় পরাজয় ছাড়িয়ে এ ম্যাচকে ঘিরে পুরো শহরে ছড়িয়ে পরে উন্মাদনা।

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা কাবাডির ফাইনালকে ঘিরে ছিল নানা উচ্ছ্বাস-উন্মেদনা। গেল বুধবার শুরু হয়েছিলো ‘এ এম সায়েদুর রহমান’ স্মৃতি কাবাডি টুর্নামেন্ট ২০১৮। যেখানে অংশ নিয়েছিলো মানিকগঞ্জের ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলার ৮টি দল। তবে ফাইনালে জায়গা করে নেয় টুর্নামেন্টের সেরার সেরা দুই দল দৌলতপুর উপজেলা কাবাডি দল ও ঘিওর উপজেলা কাবাডি দল। ফাইনালেও হয় সেয়ানে সেয়ান টক্কর। প্রথম টাইম আউটে দুদলের পয়েন্ট ব্যবধান থাকে, তবে এরপর আর দৌলতপুর উপজেলার সঙ্গে পেরে ওঠেনি ঘিওর উপজেলা। শেষ পর্যন্ত ম্যাচ হারে ১৮ পয়েন্ট ব্যবধানে।

টুর্নামেন্ট উপলক্ষে উপস্থিত ছিলেন, এই টুর্নামেন্টের টাইটেল স্পনসর বসুন্ধরা এলপি গ্যাস এর হেড অফ ডিভিশন (মার্কেটিং এন্ড সেলস) জনাব মীর টি আই ফারুক রিজভি। প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়। খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিপিএম, পিপিএম (ডিআইজি)। পুলিশ সুপার রিফাত রহমান শামীম, পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম, জেলা মহিলা লীগের সভাপতি নীনা রহমান, শিবালয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস প্রমুখ।

পরে চ্যাম্পিয়ন দলকে এক লাখ টাকা ও রানার্সআপ দলকে ট্রফিসহ প্রাইজমানি ষাট হাজার টাকা পুরস্কার দেওয়া হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর