May 20, 2024, 5:38 am

সংবাদ শিরোনাম
শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে ১৯,৬০০ কেজি ভারতীয় চিনিসহ ০৩ জন গ্রেফতার উখিয়ায় রোহিঙ্গা শিবিরে অভিযানে ৪ আরসা সদস্য অস্ত্রসহ গ্রেফতার রাজধানীর ডেমরা এলাকা হতে আনুমানিক ছয় কোটি টাকা মূল্যমানের ৮৬০০ লিটার বিদেশী মদসহ ০৩ জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ উলিপু‌রে পাঁচ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক কাউনিয়ায় (ব্লাস্ট) এর উদ্দোগে ধর্মীয় সম্প্রীতির উপরে আলোচনা সভা কুড়িগ্রামে ১ টাকায় ১০ টি পরিবেশ বান্ধব পাখা বিক্রি করছে ফুল জৈন্তাপুরে গভীর রাতে পুলিশের অভিযানে ৬১৫ বোতল মদ ৮ কেজী গাঁজা উদ্ধার রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে ০৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ ক্ষেতলালে কলেজ প্রতিষ্ঠাতার মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার্কেল হিসেবে সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানার যোগদান

মহামান্য হাইকোর্টের স্থিতাবস্থা অমান্য করে শিল্পকলা একাডেমী ভবন নির্মান

মহামান্য হাইকোর্টের স্থিতাবস্থা অমান্য করে শিল্পকলা একাডেমী ভবন নির্মান
মশাহিদ আহমদ, মৌলভীবাজারঃ

মৌলভীবাজারে মহামান্য হাইকোর্টের স্থিতাবস্থা অমান্য করে বিরোধপূর্ণ ও মামলাধীন ভূমিতে শিল্পকলা একাডেমী ভবন নির্মান অব্যাহত রয়েছে। বিষয়টি নিশ্চিত হবার জন্য গতকাল ২১ জানুয়ারী দুপুরে সরেজমিন ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে শ্রমিকরা ভবন নির্মানকাজ করছে। জানা গেছে- মৌলভীবাজার শহরের দরগামহল্লার মৃতঃ আবলুছ মিয়ার স্ত্রী রীনা বেগম এবং পুত্র মোঃ আলীম মিয়া, মোঃ জিলা মিয়া ও মোঃ মারুফ মিয়া মৌলভীবাজার সরকারী মহিলা কলেজ সংলগ্ন সাবেক সিলেট জেলা, বর্তমান মৌলভীবাজার জেলাধীন চোয়াল্লিশ পরগণাস্থ কেডেষ্টেল জরিপী নকসকর কিত্তে বড়বাড়ীর তালাব মৌজার অন্তর্গত কেডেষ্টেল জরিপী ৪০৫নং সিটভূক্ত কেডেষ্টেল জরিপী ২০নং দাগ, এসএ জরিপী মৌলভীবাজার মিউনিসিপ্যালিটি মৌজাধীন ১০৬নং জেএলস্থিত ১নং এসএ খতিয়ান ও ১নং আরএস খতিয়ানভূক্ত ৪৮৮৪নং এসএ ও ৭৫৩নং আরএস দাগে ১৫ শতক ভূমি তাদের মৌরসী স্বত্ত¡ ঘোষিত হবার ও পরবর্তীতে উক্ত ভূমি থেকে প্রতিপক্ষগণের অবৈধ দখল রহিতে খাসদখল পাবার এবং মামলা নিষ্পত্তি কালতক উক্ত ভূমির কোনপ্রকার রুপান্তরমূলক কোন কার্যাদি বা উক্ত ভূমিতে স্থায়ী/অস্থায়ী কোন কাচা পাকা গৃহাদি বা বিল্ডিং নির্মান বা উক্ত ভূমি কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান বরাবরে বন্দোবস্তো প্রদান না করার মর্মে মৌলভীবাজারের ১ম যুগ্ন জেলা জজ আদালতে স্বত্ত¡ (নং ৮৯/২০০৮ইং) মামলা দায়ের করেন। ওই স্বত্ত¡ মামলা বিচারাধীন অবস্থাতেই জেলা প্রশাসন উক্ত ভূমিতে শিল্পকলা একাডেমী ভবন নির্মান শুরু করলে, বাদীপক্ষ গত ১২/১১/২০১৭ইং ওই মামলায় অস্থায়ী নিষেধাজ্ঞার প্রার্থনা করেন। মৌলভীবাজারের ১ম জেলা যুগ্ন জেলা জজ আদালত অস্থায়ী নিষেধাজ্ঞার প্রার্থনা না মঞ্জুর  করলে বাদীপক্ষ এর বিরুদ্ধে মহামান্য হাইকোর্টে সিভিল রিভিশন মামলা (৪৪০৫/২০১৭ইং) দায়ের করেন। এর প্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট উক্ত ভূমিতে গত ১১/১২/২০১৭ইং থেকে পরবর্তী ৬ মাসের জন্য স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দেন। কিন্তু, দীর্ঘ একমাসেও উক্ত আদেশ কার্যকর না হওয়ায় বাদীপক্ষ গত ১৪/০১/২০১৮ইং মহামান্য হাইকোর্টের আদেশের জাবেদা নকলের ফটোকপি সংযুক্ত করে মৌলভীবাজার জেলা প্রশাসক বরাবর “মহামান্য হাইকোর্টের নির্দেশনা মতে ভূমির স্থিতাবস্থা বজায় রাখা প্রসঙ্গে” শীর্ষক আবেদন করেন। এরপর কেটে গেছে আরও ৭ দিন। কিন্তু, কার্যকর হয়নি মহামান্য হাইকোর্ট প্রদত্ত স্থিতাবস্থার আদেশ।

Share Button

     এ জাতীয় আরো খবর