May 29, 2024, 6:35 pm

সংবাদ শিরোনাম
রংপুর সিটির তিন মাথায় নির্মাণ শ্রমিকের মৃত্যু, ইউপি চেয়ারম্যান ও ভবন মালিকের যোগসাজসে গোপনে লাশ দাফন আদমদীঘির ধান শরিয়তপুরে উদ্ধার; গ্রেপ্তার-২ অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৬ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান এলাকা হতে গাঁজা ও বিদেশী পিস্তলসহ কুখ্যাত অস্ত্রধারী মাদক ব্যবসায়ী সাগর’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কায় চালকের মৃত্যু ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে উপকুলের সতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত কুড়িগ্রামে বেবী তরমুজের চাষে তিন মাসে আয় দেড় লাখ টাকা মাঝরাত্রে প্রবাসীর ঘরে ঢুকে স্ত্রীও মা কে ছুরি মেরে পালালো দুর্বৃত্তরা বগুড়ার শিবগঞ্জে জাতীয় অনলাইন প্রেসক্লাবের কমিটি গঠন: এমদাদুল আহবায়ক রবি সদস্য সচিব গাইবান্ধা প্রেসক্লাব’র কমিটি গঠিত

বোয়ালমারীতে মে দিবসে শ্রমিকদের র‌্যালী ও আলোচনা সভা

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ

মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বোয়ালমারী পৌর

শাখার উদ্যোগে ইসলামী সমাজ কল্যাণ পাঠাগারে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও জাতীয়তাবাদী ওলামাদলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব ডা. মো. শরিফুল ইসলাম শরীফ। তিনি বলেন, সাধারণ শ্রমিকদের বাঁচার মৌলিক অধিকার ভাত, কাপড়, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার নিশ্চয়তা দিতে হবে। অতএব মুসলমান হিসেবে নির্যাতিত, নিপীড়িত ও সুবিধাবঞ্চিত শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামকে জোরদার করতে হবে।এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফরিদপুর জেলার সহ-সেক্রেটারী ও জেলা ট্রেড ইউনিয়ন সভাপতি শামচুদ্দিন মোঃ ইলিয়াস হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফরিদপুর জেলার কর্ম পরিষদ সদস্য অধ্যাপক ইমারত হোসেন চৌধুরী, বোয়ালমারী লিবারেল ফ্রেন্ডস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন চৌধুরী দুলু বোয়ালমারী পৌর জামায়াতের আমীর সৈয়দ নিয়ামুল হাসান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তুহিন আল মাহমুদ প্রমুখ। সভাপতিত্ব করেন পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক আঃ সালাম। উপস্থাপনা করেন মাওঃ মোঃ রফিকুল ইসলাম।এছাড়া বোয়ালমারী উপজেলা শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে সকাল ১১টায় বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভ থেকে বিশাল এক র‌্যালী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। র‌্যালীতে অংশগ্রহন করেন উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন মুশা মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুল ওহাব মিয়া, উপজেলা শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক মো. চুন্নু মিয়া, যুগ্ম আহ্বায়ক মো. আইয়ুব আলী, মো. ইলিয়াস মোল্যা, অর্থ সচিব মো. ফিরোজ হোসেন প্রমুখ।

প্রাইভেট ডিটেকটিভ/২ মে ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর