May 30, 2024, 12:39 pm

সংবাদ শিরোনাম
রংপুর সিটির তিন মাথায় নির্মাণ শ্রমিকের মৃত্যু, ইউপি চেয়ারম্যান ও ভবন মালিকের যোগসাজসে গোপনে লাশ দাফন আদমদীঘির ধান শরিয়তপুরে উদ্ধার; গ্রেপ্তার-২ অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৬ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান এলাকা হতে গাঁজা ও বিদেশী পিস্তলসহ কুখ্যাত অস্ত্রধারী মাদক ব্যবসায়ী সাগর’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কায় চালকের মৃত্যু ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে উপকুলের সতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত কুড়িগ্রামে বেবী তরমুজের চাষে তিন মাসে আয় দেড় লাখ টাকা মাঝরাত্রে প্রবাসীর ঘরে ঢুকে স্ত্রীও মা কে ছুরি মেরে পালালো দুর্বৃত্তরা বগুড়ার শিবগঞ্জে জাতীয় অনলাইন প্রেসক্লাবের কমিটি গঠন: এমদাদুল আহবায়ক রবি সদস্য সচিব গাইবান্ধা প্রেসক্লাব’র কমিটি গঠিত

বাঘৈর হাই স্কুলে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি শীর্ষক আলোচনা

শাহিন আহম্মেদ, (কেরানীগঞ্জ, প্রতিনিধি):

বাঘৈর হাই স্কুলের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযোদ্ধ কে জানি শীষক আলোচনা অনুষ্ঠিত হয়।৩০শে সেপ্টেম্বর(সোমবার)সকাল ১০ ঘটিকায় বাঘৈর হাই   স্কুলের ৭ম শ্রেণির শিক্ষার্থীদের সাথে স্মৃতিচারণমূলক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তান রণাঙ্গনের মুক্তিযোদ্ধা।

আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও মুক্তিযুদ্ধ চলাকালিন সময়ে বিষয় তুলে ধরেন বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ বদিউজ্জামান গনি।তিনি ছাত্রীদের বিভিন্ন প্রশ্নের  জবাবে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলেন আমাদের ইতিহাস, বর্তমান ও ভবিষ্যৎ।  পাকিস্তানিদের শোষণ, নির্যাতন, বঞ্চনা থেকে মুক্তির জন্য ১৯৭১ সালে আমরা দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করি।

অনুষ্ঠানের সভাপতিত্ব  করেন বাঘৈর হাই স্কুলের প্রধান শিক্ষক আবুল মনসুর আহমদ। এসময় তিনি বলেন, বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষন ছিল মুক্তিযুদ্ধের মূলমন্ত্র।

এই অনুষ্ঠানের মাধ্যমে  মুক্তিযুদ্ধ সম্পর্কে জ্ঞান অর্জন করতে সক্ষম হচ্ছে শিক্ষার্থীরা ।  বাংলাদেশের সঠিক ইতিহাস শিক্ষার্থীদের জানার জন্য সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তিনি।

এসময় বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী সাদিয়া আলম  জানায়, আমাদের বজলুর রহমান স্যারের  সার্বিক দিক নির্দেশনায় সাক্ষাৎকার গ্রহণ ও তথ্য সংগ্রহ করে ডকুমেন্টারি তৈরির কাজ সুন্দরভাবে করতে সক্ষম হয়েছি
। আমরা বঙ্গবন্ধু এবং আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পেরেছি।এসময় আরো উপস্থিত ছিলেন  শিক্ষাক-শিক্ষিকা বৃন্দ

Share Button

     এ জাতীয় আরো খবর