May 30, 2024, 10:27 am

সংবাদ শিরোনাম
রংপুর সিটির তিন মাথায় নির্মাণ শ্রমিকের মৃত্যু, ইউপি চেয়ারম্যান ও ভবন মালিকের যোগসাজসে গোপনে লাশ দাফন আদমদীঘির ধান শরিয়তপুরে উদ্ধার; গ্রেপ্তার-২ অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৬ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান এলাকা হতে গাঁজা ও বিদেশী পিস্তলসহ কুখ্যাত অস্ত্রধারী মাদক ব্যবসায়ী সাগর’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কায় চালকের মৃত্যু ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে উপকুলের সতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত কুড়িগ্রামে বেবী তরমুজের চাষে তিন মাসে আয় দেড় লাখ টাকা মাঝরাত্রে প্রবাসীর ঘরে ঢুকে স্ত্রীও মা কে ছুরি মেরে পালালো দুর্বৃত্তরা বগুড়ার শিবগঞ্জে জাতীয় অনলাইন প্রেসক্লাবের কমিটি গঠন: এমদাদুল আহবায়ক রবি সদস্য সচিব গাইবান্ধা প্রেসক্লাব’র কমিটি গঠিত

বক‌শিগঞ্জ‌ ক‌রোনায় রেড জো‌ন -দ্রুত লকডাউ‌নের দাবী

সাইফুল ইসলাম, বক‌শিগঞ্জ (জামালপুর) প্রতি‌নি‌ধি :

প্রতিকি ছবি

গতকাল ১৪ জুন র‌বিবার জামালপুর জেলা সহ ময়মনসিংহ বিভাগের প্রতিটি জেলা রেড জোনের আওতায় অন্তর্ভূক্ত করা হয়েছে। এর যৌক্তিক কারণও রয়েছে। করোনার হটস্পট গাজীপুর জেলা ময়মন‌সিংহ বিভা‌গের পাশ্ববর্তী। রাজধানী ঢাকা ও গাজীপুরের সাথে এ উপ‌জেলার খে‌টে খাওয়া সাধারণ মানু‌ষের যোগাযোগ রয়েছে সব সময়। এছাড়াও জামালপুর জেলার প্রতিটি উপজেলার মানুষ কর্মসংস্থা‌নের জন‌্য রাজধানী ঢাকা ও গাজীপুর জেলার উপর নির্ভর করে থাকে। যার দরুণ জামালপুর জেলায় করোনা সংক্রম‌ণের হার দেশের অন্যান্য জেলার তুলনায় বে‌ড়েই চ‌লে‌ছে। জামালপুর সিভিল সার্জন সুত্রে জানাগেছে, জামালপুর জেলায় মোট নমুনা সংগ্রহ ৪৫৯৬ জন।তন্মম‌ধ্যে ৪১২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সরিষাবাড়ী উপজেলায় ৩৭, মেলান্দহ উপজেলায় ৬৩, মাদারগঞ্জ উপজেলায় ২৬, বক‌শিগঞ্জ উপজেলায় ৪৭, দেওয়ানগঞ্জ উপজেলায় ৩২, ইসলামপুর উপজেলায় ৭৩ ও জামালপুর সদর উপজেলায় ১৩৪ জনের দে‌হে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় এ পর্যন্ত মারা গেছে ৫ জন। এছাড়াও পাশ্ববর্তী শেরপুর ও কুড়িগ্রাম জেলার ট্রানজিট হিসাবে এই জামালপুর ব্যবহৃত হয়ে থাকে। বক‌শিগঞ্জ উপ‌জেলা সীমান্তবর্তী হওয়ায় এ উপজেলায় করোনা সংক্রমনের হারও অত‌্যান্ত বে‌শি। প্রতিদিন আশঙ্কাজনক হারে করোনা শনাক্তের হার বৃদ্ধি। এ উপ‌জেলায় করোনার শনাক্তের হার পার্শ্ববর্তী উপজেলাগু‌লোর তুলনায় বেশি। ই‌তোম‌ধ্যেই জামালপুর জেলার ৭ উপ‌জেলার ম‌ধ্যে ক‌রোনা সংক্রম‌ণে ৪র্থ স্থা‌নে র‌য়ে‌ছে। জামালপুর সদর, মাদারগঞ্জ ও ইসলামপুর উপজেলার পরেই অবস্থান বক‌শিগঞ্জ উপ‌জেলার। শিক্ষা, স্বাস্থ‌্য ও
অর্থনৈতিকভাবে জেলার অন্যান্য উপজেলার তুলনায় বকশিগঞ্জ উপ‌জেলার অবস্থান এ‌কেবা‌রেই তলানীতে। জীবন বাঁচানোর তাগিদেই এই অঞ্চলের মানুষের রাজধানী ঢাকা সহ দে‌শের বি‌ভিন্ন জেলায় কা‌জের সন্ধা‌নে ছুটে যেতে হয়। সচেতনতার অভাবে এ উপজেলার মানুষের করোনা সংক্রম‌ণের ঝু‌কি বে‌ড়ে চল‌ছে। বকশিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আ.স.ম জামশেদ খোন্দকার ও বক‌শিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলামের স্বপ্রনোদিত কড়াকড়ি ও অক্লান্ত চেষ্টায় এতদিন করোনা সংক্রমন রোধ সম্ভব হলেও এ সম‌য়ে স্বাস্থ‌্যবি‌ধি কো‌নোভাবেই মান‌ছেনা সাধারণ মানুষ। হা‌টে বাজা‌রে প্রায়ই দেখা যায় লোকজ‌নের আনা‌গোনায় স্বাস্থ‌্যবি‌ধি না মানার দৃশ‌্য। ফলে এ উপ‌জেলায় করোনা সংক্রম‌ণের আশঙ্কায় র‌য়ে‌ছে সচেতন সমাজ। অ‌ভিজ্ঞমহ‌লের অ‌ভিমত বৈ‌শ্বিক মহামারী ক‌রোনাভাইরাস থে‌কে মানু‌ষের জীবন রক্ষার্থে অতিদ্রুত রেডজোনের আওতায় এ‌নে বকশিগঞ্জ উপ‌জেলায় কঠোর লকডাউনের বিকল্প নেই।
প্রাইভেট ডিটেকটিভ/১৫ জুন ২০২০ /ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর