May 20, 2024, 4:47 am

সংবাদ শিরোনাম
শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে ১৯,৬০০ কেজি ভারতীয় চিনিসহ ০৩ জন গ্রেফতার উখিয়ায় রোহিঙ্গা শিবিরে অভিযানে ৪ আরসা সদস্য অস্ত্রসহ গ্রেফতার রাজধানীর ডেমরা এলাকা হতে আনুমানিক ছয় কোটি টাকা মূল্যমানের ৮৬০০ লিটার বিদেশী মদসহ ০৩ জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ উলিপু‌রে পাঁচ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক কাউনিয়ায় (ব্লাস্ট) এর উদ্দোগে ধর্মীয় সম্প্রীতির উপরে আলোচনা সভা কুড়িগ্রামে ১ টাকায় ১০ টি পরিবেশ বান্ধব পাখা বিক্রি করছে ফুল জৈন্তাপুরে গভীর রাতে পুলিশের অভিযানে ৬১৫ বোতল মদ ৮ কেজী গাঁজা উদ্ধার রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে ০৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ ক্ষেতলালে কলেজ প্রতিষ্ঠাতার মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার্কেল হিসেবে সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানার যোগদান

নবাবগঞ্জে গৃহবধু হত্যা না আত্বহত্যা

নবাবগঞ্জে গৃহবধু হত্যা না আত্বহত্যা
মোঃ ইয়ামিন সরকার
দিনাপুরের নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের  হরিহরপুর গ্রামে গত শনিবার দিবাগত রাত্রে দুলি নামে একটি মেয়ে আত্নহত্যা করে। স্বামী জনি মিয়ার (২৫) বিরুদ্ধে স্ত্রী  দুলি বানু (১৮) কে হত্যা করেছে না সে আতহত্যা করেছে। বিষটি এখনো জানা যায়নি।
তবে এ ঘটনায় থানা পুলিশ মৃত্যুর প্রকৃত কারন উদঘাটন করতে ইউডি মামলা গ্রহন করে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ দিনাজপুর এর মর্গে প্রেরন করেছে।
গত ছয়মাস আগে ওই ইউনিয়নের পঁচা করঞ্জি গ্রামের রিক্সা চালক দুলাল মিয়ার মেয়ে দুলি বানুর সাথে হরিহরপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে জনি মিয়ার সাথে বিয়ে হয়। বিয়ের সময় জনির দাবী অনুযায়ী ৮০ হাজার টাকা যৌতুকও দেওয়া হয়। কিন্তু বিয়ের পর আরো যৌতুকের দাবীতে জনি মিয়া প্রায় দুলি বানুকে নির্যাতন শুরু করে।
গত শনিবার রাতে দুলি বানুর পরিবারের কাছে খবর আসে যে, সন্ধ্যা থেকে এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়। সকালে দুলি বানুর মৃত্যুর খবর পায় তার পরিবার। সকালে হরিরামপুর গ্রামে গেলে প্রতিবেশিরা শাহজালালকে জানায় যে, ঝগড়ার  জের ধরে রাতে   জনি মিয়া কয়েক দফা নির্যাতন করে দুলিকে। সম্ভবত রাত আনুমানিক ৩ টার দিকে দুলিকে বালিশ চাপা দিয়ে হত্যা করে।
পরে সকালে জনি মিয়া এলাকাবাসীকে বলতে থাকে যে দুলি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক রেজওয়ানুল হক জানান, মৃত্যুর প্রকৃত ঘটনা অবগত হতে ইউডি মামলার মাধ্যমে লাশ মর্গে দেয়া হয়েছে। পুলিশ পরিদর্শক (তদন্ত) সামসুল আলম জানান, পোস্ট মডার্ম রিপোর্ট আসলেই জানা যাবে তাকে হত্যা করা হয়েছে না নিজেই আতহত্যা করেছে।
Share Button

     এ জাতীয় আরো খবর