May 20, 2024, 7:31 am

সংবাদ শিরোনাম
শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে ১৯,৬০০ কেজি ভারতীয় চিনিসহ ০৩ জন গ্রেফতার উখিয়ায় রোহিঙ্গা শিবিরে অভিযানে ৪ আরসা সদস্য অস্ত্রসহ গ্রেফতার রাজধানীর ডেমরা এলাকা হতে আনুমানিক ছয় কোটি টাকা মূল্যমানের ৮৬০০ লিটার বিদেশী মদসহ ০৩ জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ উলিপু‌রে পাঁচ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক কাউনিয়ায় (ব্লাস্ট) এর উদ্দোগে ধর্মীয় সম্প্রীতির উপরে আলোচনা সভা কুড়িগ্রামে ১ টাকায় ১০ টি পরিবেশ বান্ধব পাখা বিক্রি করছে ফুল জৈন্তাপুরে গভীর রাতে পুলিশের অভিযানে ৬১৫ বোতল মদ ৮ কেজী গাঁজা উদ্ধার রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে ০৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ ক্ষেতলালে কলেজ প্রতিষ্ঠাতার মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার্কেল হিসেবে সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানার যোগদান

ইবিতে মদ্যপায়ী উত্তক্তকারীদের পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল বহিষ্কৃত ছাত্রলীগ নেতা

ইবিতে মদ্যপায়ী উত্তক্তকারীদের পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল বহিষ্কৃত ছাত্রলীগ নেতা

ইবি প্রতিনিধিঃ


নেশা করে ছাত্রীদের সাথে অশ্লীল আচরণকালে পুলিশের হাতে আটক দুই ছাত্রলীগ কর্মীকে ছিনিয়ে নিয়েছে বহিষ্কৃত সাবেক ছাত্রলীগ নেতা। এসময় মদ্যপ এক বাহিরাগতকে থানায় নিয়েছে পুলিশ। রোববার বিকাল ৪টায় ক্যাম্পাস অভ্যন্তর মফিজ লেকে এঘটনা ঘটে। ছিনিয়ে নেওয়া দুই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রুপের কর্মী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেল ৪ টার দিকে বিশ্ববিদ্যালয়ের মফিজ লেকে শিক্ষার্থীরা আড্ডা দিচ্ছিল। এসময় মদ পান করে বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ইমতিয়াজ, ইংরেজি বিভাগের একই শিক্ষাবর্ষের ইউসুফ ও বাহিরাগত মুহাইমিনুল ইসলাম লামন শিক্ষার্থীদের উক্ত্যক্ত করছিল। এক পর্যায়ে শিক্ষার্থীদের সাথে মদ্যপরা অশ্লীল গালিগালাজ করতে থাকে। এসময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রক্টর প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমানকে অবহিত করে। প্রক্টর দ্রুত ঘটনাস্থলে এসে তাদের আটক করে। পরে পুলিশ তাদের থানায় নেওয়ার সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বাহিষ্কৃত সাবেক ছাত্রলীগ সহ সম্পাদক ফয়সাল সিদ্দিকী আরাফাত দুই শিক্ষার্থীকে জোর পূর্বক ছিনিয়ে নেয়। ওই দুই শিক্ষার্থী ছাত্রলীগ সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম গ্রুপের  কর্মী বলে জানা গেছে। এছাড়াও আটক বহিরাগত মুহাইমিনুল ইসলাম লামন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা ওয়াহিদুজ্জামান মুকুটের শ্যালক। তার বিরুদ্ধে মাদক ও বিশ্ববিদ্যালয় বাস ড্রাইভারকে মারার অভিযোগ রয়েছে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন বলেন, ‘ছাত্রলীগের নামধারী কেউ পুলিশের কাছ থেকে মদ্যপায়ীদের ছিনিয়ে নিলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিব। এছাড়াও মদ্যপায়ীদের বিরুদ্ধে পুলিশ প্রশাসনকে যথাযথ ব্যবস্থা গ্রহন করার অনুরোধ করছি।

ইবি থানা পুলিশের উপ-পরিদর্শক কমলেশ দাস বলেন,‘মদ্যপ উত্যক্তকারীদের থানায় নেওয়ার সময় পথিমধ্যে ছাত্রলীগ কর্মীরা দুই শিক্ষার্থীকে ছিনিয়ে নেয়। তাদের আটক করার চেষ্টা করছি। আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি গ্রহন করা হচ্ছে।
প্রক্টর প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমান বলেন,‘বিশ্ববিদ্যালয়ে মাদক, সন্ত্রাসবাদ সম্পূর্ণ মুক্ত করা হয়েছে। অপরাধী পাওয়ামাত্রই তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয় হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর