May 11, 2024, 8:35 am

সংবাদ শিরোনাম
রংপুর সিটি কর্পোরেশনে শিক্ষার্থীদের স্বাস্থ্য ও জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদযাপনের ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত রংপুরের মিঠাপুকুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড ডিএসইসির নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ পটুয়াখালীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা ছিনতাইকারীও হয়ে উঠেছে ডাকাত শেরপুর জেলার শ্রীবরদী উপজেলা নির্বাচনে জয়ী তিন প্রার্থী চিলমারীতে উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা কুড়িগ্রামের রাজারহাটে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত রংপুরে হঠাৎ বন্ধ সিএনজি: দুর্ভোগে চার উপজেলার সাধারণ মানুষ গাইবান্ধা জেলা তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

পুঁজিবাজারে দরপতন

পুঁজিবাজারে দরপতন

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বাংলাদেশের পুঁজিবাজারে বড় দরপতন হয়েছে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর।

সপ্তাহের দ্বিতীয় দিন গতকাল প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫১ পয়েন্টের বেশি কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক একচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ১১২ পয়েন্টের বেশি।

তবে বিক্রির চাপে দুই বাজারেই লেনদেন বেড়েছে। গতকাল ঢাকায় ৮৯১ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। রোববার এই বাজারে ৭২৫ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।  সিএসইতে ৩৪ কোটি টাকা লেনদেন হয়েছে। রোববার লেনদেনের অঙ্ক ছিল ৩১ কোটি ৪৯ লাখ টাকা। বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে মাত্র ৬৮টির, কমেছে ২৪২টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৭টির দর। ডিএসইএক্স বা প্রধান সূচক ৫১ দশমিক ৩০ পয়েন্ট কমে ৫ হাজার ৭২৪ দশমিক ৫২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ দশমিক ০৬ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩০৪ দশমিক ৭১ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৭ দশমিক ৩৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৮৭ দশমিক ৩৯ পয়েন্টে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ১১২ দশমিক ৪২ পয়েন্ট; সূচক হয়েছে ১৭ হাজার ৫৪১ দশমিক ৬০ পয়েন্ট। লেনদেনে অংশ নিয়েছে ২৬৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে মাত্র ৬৯টির, কমেছে ১৭৭টির। আর অপরিবর্তিত রয়েছে ২৩টির দর।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর