May 29, 2024, 2:53 pm

সংবাদ শিরোনাম
রংপুর সিটির তিন মাথায় নির্মাণ শ্রমিকের মৃত্যু, ইউপি চেয়ারম্যান ও ভবন মালিকের যোগসাজসে গোপনে লাশ দাফন আদমদীঘির ধান শরিয়তপুরে উদ্ধার; গ্রেপ্তার-২ অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৬ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান এলাকা হতে গাঁজা ও বিদেশী পিস্তলসহ কুখ্যাত অস্ত্রধারী মাদক ব্যবসায়ী সাগর’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কায় চালকের মৃত্যু ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে উপকুলের সতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত কুড়িগ্রামে বেবী তরমুজের চাষে তিন মাসে আয় দেড় লাখ টাকা মাঝরাত্রে প্রবাসীর ঘরে ঢুকে স্ত্রীও মা কে ছুরি মেরে পালালো দুর্বৃত্তরা বগুড়ার শিবগঞ্জে জাতীয় অনলাইন প্রেসক্লাবের কমিটি গঠন: এমদাদুল আহবায়ক রবি সদস্য সচিব গাইবান্ধা প্রেসক্লাব’র কমিটি গঠিত

সুন্দরগঞ্জ আনসার-ভিডিপি কর্মকর্তার সাফল্য

আবু বক্কর সিদ্দিক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা গোলাম রব্বানী বিজ্ঞ আদালতকে ৪৪ মামলায় বিচার কার্যে সক্রিয়ভাবে সার্বিক সহযোগিতা প্রদানে সাফল্য অর্জন করেছেন।।
জানা যায়, গাইবান্ধার বিজ্ঞ আমলী আদালত (সুন্দরগঞ্জ) কর্তৃক দায়িত্বপ্রাপ্ত হয়ে ৪৪টি সিআর মামলায় এককভাবে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিল করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা গোলাম রব্বানী। তিনি নিজ বিভাগীয় কাজের অতিরিক্ত কাজ হিসেবে এসব মামলা তদন্ত করতঃ প্রতিবেদন দাখিল করে বিজ্ঞ আদালতের বিচার কাজকে ত্বরান্বিত করায় বিচার কার্যে সক্রিয়ভাবে সার্বিক সহযোগিতা প্রদান করেন। মর্মে আদালাতের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান প্রত্যয়ন পত্র প্রদান করেন। এ পরিসংখ্যান ১ জানুয়ারী ২০২২ থেকে ১৭ এপ্রিল ২০২৪ পর্যন্ত। এরআগে উক্ত আদালতের বিজ্ঞ বিচারক উপেন্দ্র চন্দ্র দাস ৪০টি সিআর মামলা বিষয়ে একই ধরণের প্রত্যয়ন পত্র প্রদান করেছেন।
এব্যাপারে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা গোলাম রব্বানী বলেন, বিজ্ঞ আদালতের আদেশ মোতাবেক নিজ বিভাগীয় দায়িত্ব পালন ছাড়াও এ সংক্রান্ত অতিরিক্ত কাজ করেছি। বিজ্ঞ আদালতের নির্দেশক্রমে রাস্ট্র ও সমাজের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছি, দায়িত্ব পেলে ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখবো।

Share Button

     এ জাতীয় আরো খবর