May 8, 2024, 9:53 pm

সেনাবাহিনীকে কেউ যেন বিতর্কিত করতে না পারে: ওবায়দুল কাদের

সেনাবাহিনীকে কেউ যেন বিতর্কিত করতে না পারে: ওবায়দুল কাদের

ডিটেকটিভ নিউজ ডেস্ক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সেনাবাহিনী নিরপেক্ষ ভূমিকা পালন করবে এবং এতেই আমরা খুশি। আমরা চাই, আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে কেউ যেন বিতর্কিত করতে না পারে। গতকাল সোমবার দুপুরে ফেনীর দাগনভূঞা উপজেলা সদরে ফেনী-৩ আসনের মহাজোট প্রার্থী লাঙ্গল প্রতীকের লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর নির্বাচনী জনসভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের কাজে সেনাবাহিনী তাদের দায়িত্ব পালন করছে। সেনাবাহিনী কোনো দলের নয়, সেনাবাহিনী কোনো জোটের নয়। কাজেই সেনাবাহিনীকে নিয়ে যারা এরিয়মকে উল্লসিত হচ্ছেন, উচ্ছ্বসিত হচ্ছেন, তাদের বলে দিতে চাই সেনাবাহিনী কোনো পক্ষে যাবে না। সেনাবাহিনী নিরপেক্ষ ভূমিকা পালন করবে এবং এতেই আমরা খুশি। আমরা চাই, আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে কেউ যেন বিতর্কিত করতে না পারে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমি আমাদের প্রতিপক্ষ জোটকে বলব, ইসিকে বিতর্কিত করেছেন, বিচার বিভাগকে বিতর্কিত করেছেন। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আপনারা একে একে বিতর্কিত করেছেন। নির্বাচন কমিশন, পুলিশ সবাইকে আপনারা বিতর্কিত করছেন। আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী আমাদের জাতীয় সার্বভৌমত্বের প্রতীক। সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করা, বিতর্কিত করা এমন কোনো কাজ থেকে, মন্তব্য থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। বিএনপির সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, তারা শুধু কথা বলতে পারে, কাজ করতে পারে না। তারা বাঙালি জাতিকে কলা দেখিয়েছে, মুলা ঝুলিয়েছে, হাইকোর্ট দেখিয়েছে; কিন্তু দেশের উন্নতির জন্য কিছু করতে পারেনি। আওয়ামী লীগ সরকার বিগত ১০ বছরে ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে। সামনে নির্বাচিত হলে ঘরে ঘরে গ্যাস সংযোগ দেবে। মহাজোটের লাঙল প্রতীকের প্রার্থী লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর ব্যাপারে ওবায়দুল কাদের বলেন, দাগনভূঞাঁ ও সোনাগাজীর উন্নয়নতে ত্বরান্বিত করতে হলে লাঙল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে শেখ হাসিনার হাতকে সুসংহত করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ম্যাজেশিয়ান’ উল্লেখ করে তিনি বলেন, ৩০ ডিসেম্বর হাসিনা ম্যাজিকের জয় হবে। আবার ক্ষমতায় আসবে স্বাধীনতার স্বপক্ষের শক্তি। দেশের জনগণ বঙ্গবন্ধুকন্যাকে বিপুল ভোটে জয়ী করবে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মামুনের সঞ্চালনায় জনসভায় উপস্থিত ছিলেন, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জাহানারা বেগম সুরমা, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আক্রাম হোসেন হুমায়ুন, যুক্তরাস্ট্র আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী, ফেনী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইফতেখারুল ইসলাম, ফেনী ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সভাপতি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, জেলা যুবলীগের সভাপতি ও দাগনভূঞাঁ উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জেড এম কামরুল আনাম প্রমুখ।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর