May 9, 2024, 3:53 am

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৬০ নমুনা পজেটিভ

ইয়ানূর রহমান :

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারের পরীক্ষায় যশোরসহ চার জেলার আরো ৬০ জনের নমুনা পজেটিভ বলে শনাক্ত হয়েছে।যবিপ্রবির এনএফটি বিভাগের চেয়ারম্যান ও জেনোম সেন্টারের পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানান, শুক্রবার তাদের ল্যাবে চার জেলার মোট ২৬৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে পজেটিভ রেজাল্ট দিয়েছে ৬০টি। এগুলোর ফল আজ শনিবার সকালে সংশ্লিষ্ট সিভিল সার্জনদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।তিনি জানান, এদিন যশোরের ১৩৩টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে পজেটিভ
৩১টি পজেটিভ ফল দেয়।এছাড়া এদিন ল্যাবটিতে মাগুরার ৩০টি নমুনা পরীক্ষা করে সাতটিতে,সাতক্ষীরার ৭৮টি নমুনার মধ্যে ১৫টিতে এবং বাগেরহাটের ২৪টির মধ্যে সাতটিতে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে।যশোর সিভিল সার্জনের অফিস এখন জেলার ৩১টি নমুনা বিশ্লেষণ করে দেখছে, এর মধ্যে কতটি নতুন বা কোনো ফলোআপ আছে কিনা। তবে ওই দপ্তরের এক কর্মকর্তা জানান, আজ পাওয়া ফলাফলগুলোর সবই নতুন নমুনার হওয়ার কথা।সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, শুক্রবার বিকেল পাঁচটা পর্যন্ত জেলায় মোট ৯৩৯ করোনা রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ১৪ জন।ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪৪০ জন।

প্রাইভেট ডিটেকটিভ/১১ জুলাই ২০২০/ইকবাল

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর