May 8, 2024, 10:38 pm

পদোন্নতি পেয়ে অতিরিক্ত ডিআইজি হলেন ৩৩ কর্মকর্তা

পদোন্নতি পেয়ে অতিরিক্ত ডিআইজি হলেন ৩৩ কর্মকর্তা

ডিটেকটিভ নিউজ ডেস্ক

পুলিশ সুপার পদমর্যাদার ৩৩ কর্মকর্তা পদোন্নতি পেয়ে অতিরিক্ত উপ-মহাপরিদর্শক হয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ গতকাল বুধবার এই পদোন্নতির আদেশ জারি করে। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে আছেন ঢাকায় পুলিশ সদরদপ্তরের এআইজি গাজী মো. মোজাম্মেল হক, এস এম আক্তারুজ্জামান, মো. মনিরুল ইসলাম, মো. মাহবুবুর রহমান ভূইয়া, মো. রুহুল আমিন,মো. রেজাউল হক, মো. মনিরুজ্জামান ও কাজী জিয়া উদ্দিন। ডিএমপির উপকমিশনার মো.হারুন-অর-রশীদ,শেখ নাজমুল আলম, মহা. আশরাফুজ্জামান, মোহাম্মদ আবুল ফয়েজ, মো. ইমাম হোসেন, বেগম আতিকা ইসলাম, মো. মোজাম্মেল হক ও জয়দেব কুমার ভদ্র অতিরিক্ত উপ-মহাপরিদর্শক হয়েছেন। এই তালিকায় আছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার বাসুদেব বণিক, চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার মো. সুজায়েত ইসলাম ও রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার এ কে এম নাহিদুল ইসলাম। ঢাকা সিআইডির বিশেষ সুপার মো. রেজাউল করিম,ঢাকার বিশেষ পুলিশ সুপার এ জেড এম নাফিউল ইসলাম, ঢাকায় এসপিবিএন এর সুপার মো. হায়দার আলী খান, ঢাকা এসবির বিশেষ পুলিশ সুপার মো. আজাদ মিয়া, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) অতিরিক্ত পরিচালক মো. মনির হোসেন, হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের সুপার পরিতোষ ঘোষ এবং ঢাকায় পিবিআইয়ের সুপার মো. মজিদ আলীও পদোন্নতি পেয়েছেন। এছাড়া নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগম, শেরপুরের পুলিশ সুপার মো. রফিকুল হাসান গণি, মানিকগঞ্জের পুলিশ সুপার মাহফুজুর রহমান, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান, মাগুরার পুলিশ সুপার মো. মুনিবুর রহমান, নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, বগুড়ার পুলিশ সুপার মো. আসাদুজ্জামানকে অতিরিক্ত উপ-মহাপরিদর্শক হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর