May 9, 2024, 3:31 am

প্রতিকি ছবি

নোয়াখালী সরকারী মহিলা কলেজ শিক্ষার্থীদের সাইবার ক্রাইম প্রতিকার শীর্ষক সেমিনার

এ এস এম রিজোয়ান নোয়াখালী থেকেঃ

প্রতিকি ছবি

নোয়াখালী জেলার নোয়াখালী সরকারী মহিলা কলেজের শিক্ষক ও ছাত্রীদের সাইবার ক্রাইম প্রতিকার শীর্ষক এক সেমিনার সকাল ১১ঘটিকায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে ইরিতা ইনফরমেশান টেকনোলজি লিমিটেড এর পরিচালক আনিসুল হক নিরাপদ হউক সাইবার জগত এই প্রতিপাদ্যকে নিয়ে অনুুষ্ঠানটি শুরু করেন। শত শত ছাত্রীদের উপস্থিতিতে মুল আলোচনা করেন-ব্যবস্থাপনা পরিচালক, আইটি বিশেষ্ণ সানজানা ফাহারিন। তিনি সাইবার ক্রাইমের উপর বিস্তারিত তুলে ধরে ফেসবুক, ওয়াইফাই, ইমো সহ ইন্টারনেট ব্যবহারে সুফল ও কুফল সম্পর্কে তার বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে আলোচনা করে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এ ছাড়াও মোবাইলের তোলা ছবি- ব্যবহার করার ফলে কিভাবে তা হ্যাকিং হয়ে যায় সে বিষয় মেয়েদেরকে সতর্কতা অবলম্বন করে ছবি ব্যবহার না করার উপর গুরাত্বারোপ করেন। এ সময় উপস্থিত ছিলেন- অধ্যক্ষ প্রফেসর আখতারী বেগম, উপাধ্যক্ষ আহম মোঃ রুহুল আমিন সহ শিক্ষক শিক্ষিকা বৃন্দ। প্রজেক্টরের মাধ্যমে নেট ব্যবহার উপর বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় ইনফরমেশান টেকনোলজি কর্মকর্তারা ছাত্রীদের কে বিস্তারিত বাস্তবে দেখিয়ে দেন। নোয়াখালীতে এই প্রথম সাইবার ক্রাইমের প্রতিকারের বিষয় নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

প্রাইভেট ডিটেকটিভ/০২ ফেব্রুয়ারী ২০২০/ইকবাল

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর