May 10, 2024, 7:12 am

চট্টগ্রাম বিমানবন্দরে দুই দফায় ৭০ সোনার বার উদ্ধার

চট্টগ্রাম বিমানবন্দরে দুই দফায় ৭০ সোনার বার উদ্ধার

ডিটেকটিভ নিউজ ডেস্ক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুই ঘটনায় ৭০টি সোনার বার উদ্ধার করেছে শুল্ক কর্তৃপক্ষ। গতকাল রোববার বিকালে ব্যাংকক থেকে আসা রিজেন্ট এয়ারওয়েজের একটি উড়োজাহাজের ভেতরে পরিত্যক্ত একটি প্যাকেট দেখে শুল্ক কর্তৃপক্ষকে তা হস্তান্তর করে বেসরকারি বিমান সংস্থাটির কর্মীরা। পরে প্যাকেট খুলে ৬০টি সোনার বার পাওয়া যায় বলে জানান বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার মাহবুবুর রহমান।

তিনি বলেন, সোনার বারগুলোর ওজন প্রায় সাত কেজি এবং আনুমানিক মূল্য প্রায় তিন কোটি টাকা। শাহ আমানত বিমানবন্দরে রিজেন্ট এয়ারওয়েজের স্টেশন ইনচার্জ এসএম জিয়াউর রহমান বলেন, সব যাত্রী নেমে যাওয়ার পর উড়োজাহাজ পরিচ্ছন্ন করার সময় একটি আসনের ওপর কুশন চাপা দেওয়া অবস্থায় প্যাকেটটি পাওয়া যায়। এর আগে সকালে একই বিমান সংস্থার ফ্লাইটে মাস্কাট থেকে আসা দুই যাত্রীর ব্যাগ তল্লাশী করে দশটি সোনার বার পাওয়া যায়।  সহকারী কমিশনার মাহবুব বলেন, দুই যাত্রীর ব্যাগ স্ক্যানিংয়ের সময় সন্দেহ হওয়ায় তল্লাশী করে দুইজনের সাথে থাকা দুটি ফ্রাইংপ্যানের হাতলের ভেতর থেকে পাঁচটি করে সোনার বার পাওয়া যায়। এসব সোনার ওজন এক কেজি ১৬০ গ্রাম এবং আনুমানিক মূল্য অর্ধলাখ টাকা বলে জানান তিনি। এ ঘটনায় আটক দুই যাত্রী কামাল উদ্দিন ও আসাদুজ্জামানকে পুলিশে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর