May 8, 2024, 5:54 pm

সংবাদ শিরোনাম
রগ কেটে যুবক হত্যা, গ্রেফতার ৪ বিধিমালা উপেক্ষিত পটুয়াখালীতে ইউসিসি’র পকেট কমিটি গঠনের অভিযোগ ভোলায় জেলার শ্রেষ্ঠ ওসি শাহিন ফকির সরিষাবাড়ীতে উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন রংপুর নগরীরতে ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্যের তদারকি পীরগঞ্জে   নির্বাচনী প্রচার-প্রচারণা তুঙ্গে মুখ খুলছেনা ভোটার উলিপুরে কয়েলের আগুনে একটি গোয়ালঘর পুড়ে আড়াই লক্ষাধিক টাকার ক্ষতি সুন্দরগঞ্জ আনসার-ভিডিপি কর্মকর্তার সাফল্য রাঙ্গাবালীতে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত জাতীয় গণমাধ্যম সপ্তাহ ১ থেকে ৭ ই মে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পেতে প্রধান মন্ত্রী বরাবরে দরখাস্ত প্রদান

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা লকডাউন

তানভীর,চট্রগ্রামঃ

গত ২৪ ঘণ্টায় নতুন করে পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা অনির্দিষ্টকালের জন্য লকডাউন করেছে উপজেলা প্রশাসন।১৫ এপ্রিল ২০২০ ইং তারিখ বুধবার উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।বৈঠকে বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত উপজেলার ১টি পৌরসভা ও ১৭টি ইউনিয়ন লকডাউনের ঘোষণা দেয়া হয়। তবে জরুরি পরিষেবা লকডাউনের আওতামুক্ত থাকবে। এ ছাড়া দুপুর ১২টা পর্যন্ত হাটবাজার খোলা রাখার জন্য সভায় সিদ্ধান্ত হয়।বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-ই আলম বলেন, জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী করোনাভাইরাস প্রতিরোধ কমিটির বৈঠকে সাতকানিয়া উপজেলার ১টি পৌরসভা ও ১৭টি ইউনিয়ন লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত পুরো উপজেলা লকডাউনের আওতায় থাকবে।উল্লেখ্য, গত ১১ এপ্রিল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া এক ব্যক্তির প্রথম করোনা ধরা পড়ে। পরদিন ১২ এপ্রিল সাতকানিয়া পৌরসভা ১ নং ও ৮নং ওয়ার্ড এলাকায় আরও ২ জন করোনা রোগী শনাক্ত হয়। সর্বশেষ গতকাল সাতকানিয়া ইছামতি আলীনগর এলাকায় আরও ৫ ব্যক্তি রোগী শনাক্তের খবর পাওয়া যায়।

প্রাইভেট ডিটেকটিভ/১৫ এপ্রিল ২০২০/ইকবাল

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর