May 8, 2024, 10:33 pm

অভিনেত্রী রুমা গুহঠাকুরতা আর নেই

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

ভারতের প্রখ্যাত অভিনেত্রী এবং সংগীতশিল্পী রুমা গুহঠাকুরতা আর নেই। কলকাতার বালিগঞ্জের নিজ বাড়িতে ৩ জুন, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮৪ বছর। বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। রুমা গুহঠাকুরতার মৃত্যুতে ভারতের চলচ্চিত্র জগতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। ছেলে অমিত কুমার মুম্বাই থেকে কলকাতায় ফেরার পরই তার শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হবে বলে জানানো হয়েছে।

‘আরোগ্য নিকেতন’, ‘পলাতক’, ‘বালিকা বধূ’-র মতো হৃদয়ছোঁয়া চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। আবার ‘অ্যান্টনি ফিরিঙ্গি’, ‘৩৬ চৌরঙ্গী লেন’, ‘অমৃত কুম্ভের সন্ধানে’ ছবিতে তার অভিনয় আজও মানুষের মনে দাগ কেটে রয়েছে। ১৯৩৪ সালে কলকাতায় জন্ম হয় রুমার। বাবা সত্যেন ঘোষ এবং মা সতী ঘোষ সংস্কৃতি জগতের মানুষ ছিলেন। ১৯৫২ সালে জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা কিশোর কুমারের সঙ্গে বিয়ে হয় রুমার। ১৯৫৮ সালে বিচ্ছেদ হয়ে যায় তাদের। কিশোরের সঙ্গে বিচ্ছেদের পর ১৯৬০ সালে রুমার সঙ্গে বিয়ে হয় অরূপ গুহ ঠাকুরতার। গায়িকা শ্রমণা চক্রবর্তী, অয়ন গুহ ঠাকুরতা তাদের সন্তান। অভিনেত্রী এবং গায়িকা হিসেবে সমাদৃত ছিলেন রুমা গুহঠাকুরতা। গান গেয়েছেন, ‘অমৃত কুম্ভের সন্ধানে’, ‘বাঘিনী’, ‘পলাতক’-সহ আরও বেশ কিছু বিখ্যাত ছবিতে। অভিনেত্রী হিসেবে কাজ করেছেন সত্যজিৎ রায় থেকে শুরু করে বিখ্যাত সব পরিচালকের ছবিতে। সুত্র: আন্দবাজার

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর