May 16, 2024, 9:03 pm

সংবাদ শিরোনাম
উখিয়ায় ভাড়া বাসা থেকে এনজিও কর্মীর মরদেহ উদ্ধার! দুর্ঘটনায় পা হারানো জান্নাত পেল জিপিএ-৫ শার্শায় অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপি চেয়ারম্যান সমর্থকদের হামলায় সাবেক চেয়ারম্যাসহ আহত- ৫ র‌্যাব-১০ এর পৃথক অভিযানে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৭ জন পরিবহন চাঁদাবাজ ও ০৪ জন ছিনতাইকারী গ্রেফতার সর্বজনীন পেনশন স্কীমে নিবন্ধিত হলেন জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ পায়রা বন্দরের নিজস্ব জেটিতে শুরু হয়েছে পন্য খালাস কার্যক্রম চাঁদাবাজ চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩, রংপুর পটুয়াখালীতে নিরাপদ খাবার পানি সরবরাহ কেন্দ্র উদ্বোধন, সুবিধা পাবে ৩০০ পরিবার জৈন্তাপুরে রৌদ্রজ্জ্বল ফুটবল মাঠে বজ্রপাতে ফুটবলার নিহত জয়পুরহাটের বুলু মিয়া হত্যা মামলায় আদালতের রায়ে তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড

ভারতে মৃত্যু স্ত্রীর মূর্তিতে পুজা

আন্তর্জাতিক ডেস্কঃ

স্ত্রীর অন্তিম মূহুর্তের ইচ্ছা অনুযায়ী মন্দির তৈরি করেছিলেন ভারতের কর্নাটক রাজ্যের চামরাজনগর জেলার কৃষ্ণপুর গ্রামের রাজু ওরফে রাজুস্বামী। পরে সেই মন্দিরে প্রয়াত স্ত্রী রাজাম্মার মূর্তি স্থাপন করেন তিনি। এর পর থেকে মন্দিরের দেবদেবীর সঙ্গে স্ত্রীর মূর্তির পুজা করেন তিনি।
২০০৬ সালে মন্দির তৈরির কাজ সম্পূর্ণ হয়। মন্দিরে নিজের হাতে স্ত্রী রাজাম্মার মূতি তৈরি করেন। এ ছাড়া মন্দিরে শনিশ্বরা (শনি দেবতা), সিদ্দাপাজ্জি, নবরাগ ও দেবতা শিবের মূর্তি রয়েছে। সেখানে গত ১২ বছর ধরে রাজু অন্য দেবতার মূর্তির সঙ্গে স্ত্রীর মূর্তিতেও পুজা করেন।
তিন একর জমির মালিক রাজু বলেন, বাবা-মার অমতে তিনি তার বোনের মেয়েকে বিয়ে করেছিলেন। এই বিয়ের বিরোধিতা করেননি তার বোন ও ভগ্নিপতি। সেজন্যই তিনি রাজাম্মাকে বিয়ে করতে পেরেছিলেন।  বিয়ের কয়েকদিন পরেই স্ত্রী রাজুকে গ্রামে একটা মন্দির তৈরি করে দিতে বলেন। কিন্তু মন্দির তৈরির কাজ সম্পূর্ণ হওয়ার আগেই মারা যান রাজুর স্ত্রী। এরপরই মন্দিরে স্ত্রীর মূর্তি বসানোর সিদ্ধান্ত নেন রাজু। তার কাছে ওই মন্দির হয়ে উঠেছে ‘প্রেমের মন্দির’। গ্রামের অনেকেই এর বিরোধিতা করেছিল। কেউ কেউ রাজুর সঙ্গে বিষয়টি নিয়ে কথাও বলেন। কিন্তু সিদ্ধান্ত থেকে টলানো যায়নি রাজুকে।
তিনি বলেন, ‘তার স্ত্রী নিজের মৃত্যুর কথা আগাম জানিয়েছিলেন। রাজুর বিশ্বাস, তার স্ত্রীর বিশেষ দৈবশক্তি ছিল। এই কারণেই তিনি মূর্তি গড়ে স্ত্রীর উপাসনা করছেন।
প্রাইভেট ডিটেকটিভ/২৪ফ্রেরুয়ারী২০১৮/ইকবাল
Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর