May 17, 2024, 1:06 am

সংবাদ শিরোনাম
রংপুর সদর প্রাণী সম্পদ কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রের প্রতিবাদে মানব্বন্ধন দিনাজপুরে দুই দিনব্যাপী পুষ্টি ও এগ্রোইকোলজি বিষয়ক কর্মশালা সম্পন্ন উখিয়ায় ভাড়া বাসা থেকে এনজিও কর্মীর মরদেহ উদ্ধার! দুর্ঘটনায় পা হারানো জান্নাত পেল জিপিএ-৫ শার্শায় অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপি চেয়ারম্যান সমর্থকদের হামলায় সাবেক চেয়ারম্যাসহ আহত- ৫ র‌্যাব-১০ এর পৃথক অভিযানে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৭ জন পরিবহন চাঁদাবাজ ও ০৪ জন ছিনতাইকারী গ্রেফতার সর্বজনীন পেনশন স্কীমে নিবন্ধিত হলেন জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ পায়রা বন্দরের নিজস্ব জেটিতে শুরু হয়েছে পন্য খালাস কার্যক্রম চাঁদাবাজ চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩, রংপুর পটুয়াখালীতে নিরাপদ খাবার পানি সরবরাহ কেন্দ্র উদ্বোধন, সুবিধা পাবে ৩০০ পরিবার

সুনামগঞ্জে আশ্রয়ণ ২ প্রকল্পের আওতায় নির্মিত ঘরের চাবি হস্তান্তর করলেন মাননীয় পরিকল্পনা মন্ত্রী

কামাল হোসেন, তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
“আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার”  এই শ্লোগানকে সামনেরেখে  গত ১০ মে রোজ শুক্রবার  সকালে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এফআইভিডিবি মিলনায়তন কক্ষে  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্প আয়শ্রণ-২ এর আওতায় ‘যার জমি আছে ঘর নেই, তার নিজ জমিতে নির্মিত ঘরের চাবি হস্তান্তর করেন বাংলাদেশ সরকারের   পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী  এম. এ. মান্নান এমপি.।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত “সবার জন্য বাসস্থান” নিশ্চিত করার লক্ষ্যে “জমি আছে ঘর নাই, তার নিজ জমিতে গৃহ নির্মাণ’ আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় সরকার হতে হত-দরিদ্রদের এসব আধাপাঁকা ঘর তৈরি করে দেওয়া হয়েছে। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় বরাদ্দ প্রাপ্ত ১৬২টি ঘরের মধ্যে আজ ১৪৫টি পরিবারের মধ্যে বর্ণিত প্রকল্পের আওতায় নির্মিত ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।উপজেলা নির্বাহী অফিসারকে সভাপতি করে পাঁচ সদস্যের প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে এসব ঘর নির্মাণের কাজ করা হয়েছে। অবশিষ্ট ১৭টি ঘরের কাজ দ্রুতই শেষ করে উপকারভোগীদের নিকট হস্তান্তর করা হবে বলে জানান দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সফি উল্লাহ।এর পূর্বে মাননীয় মন্ত্রী দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের জয়কলস গ্রামে উপকারভোগী জনাব রবীন্দ্র বিশ্বাস এর ঘর উদ্বোধন করেন।চাবি হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সুনামগঞ্জ এর রুটিন দায়িত্বরত মোহাম্মদ সফিউল আলম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমদ, ভাইস চেয়ারম্যান নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান  দুলন রাণী তালুকদার, দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী। এসময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুবিধাভোগী পরিবারের সদস্যবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রাইভেট ডিটেকটিভ/ ১১ মে ২০১৯/ইকবাল
Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর