May 16, 2024, 10:24 pm

সংবাদ শিরোনাম
দিনাজপুরে দুই দিনব্যাপী পুষ্টি ও এগ্রোইকোলজি বিষয়ক কর্মশালা সম্পন্ন উখিয়ায় ভাড়া বাসা থেকে এনজিও কর্মীর মরদেহ উদ্ধার! দুর্ঘটনায় পা হারানো জান্নাত পেল জিপিএ-৫ শার্শায় অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপি চেয়ারম্যান সমর্থকদের হামলায় সাবেক চেয়ারম্যাসহ আহত- ৫ র‌্যাব-১০ এর পৃথক অভিযানে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৭ জন পরিবহন চাঁদাবাজ ও ০৪ জন ছিনতাইকারী গ্রেফতার সর্বজনীন পেনশন স্কীমে নিবন্ধিত হলেন জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ পায়রা বন্দরের নিজস্ব জেটিতে শুরু হয়েছে পন্য খালাস কার্যক্রম চাঁদাবাজ চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩, রংপুর পটুয়াখালীতে নিরাপদ খাবার পানি সরবরাহ কেন্দ্র উদ্বোধন, সুবিধা পাবে ৩০০ পরিবার জৈন্তাপুরে রৌদ্রজ্জ্বল ফুটবল মাঠে বজ্রপাতে ফুটবলার নিহত

সহায়-অসহায়ের অদৃশ্য বন্ধন চৌদ্দগ্রামে পরিধেয় কাপড় বিনিময়ে ‘মানবতার দেয়াল’

মোঃ এমদাদ উল্যাহ,চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

‘আপনার অপ্রয়োজনীয় জিনিস রেখে যান’। ‘আপনার প্রয়োজনীয় জিনিস নিয়ে যান’-দুই পাশে দুইটি শিরোনাম ও মাঝে পরিধেয় কাপড় রাখার জায়গা, এরই নাম ‘মানবতার দেয়াল’। কুমিল্লার চৌদ্দগ্রাম সাব রেজিষ্ট্রি অফিস মসজিদের দক্ষিণ ও গুণবতী ইউনিয়নের আল আমিন মার্কেট মসজিদের পূর্ব পাশেই পরিধেয় কাপড় বিনিময়ের জন্য দুইটি মানবতার দেয়াল তৈরি করেছে যুব সমাজ। এরমধ্যে গতকাল শুক্রবার দুপুরে উদ্বোধন করা হয় আল আমিন মার্কেট মসজিদের সামনের ‘মানবতার দেয়াল’।উদ্যোক্তা পাশ্ববর্তী বিষ্ণপুর গ্রামের জালাল হাজারী বলেন, পৃথিবী সৃষ্টির শুরু থেকেই সময়ে-অসময়ে মানুষই মানুষের পাশে দাঁড়িয়েছে। তারা যুগে যুগে একটি বার্তাই দিয়েছে যে মানবতাই শক্তি, মানবতাই মুক্তি। এখনও যুদ্ধ নয়, মানবতা দিয়েই পৃথিবী গড়তে চায় অনেক মানুষ। মানুষ জানে শুধু নিজের জন্য বেঁচে থাকাই বেঁচে থাকা নয়, অসহায় মানুষের চোখের পানি মুছে দিয়ে বেঁচে থাকার নামই জীবন। ইতিহাস সাক্ষ্য দেয়, যারা মানুষের পাশে আস্থা হয়ে দাঁড়িয়েছে, তারাই মানবতার কারিগর। সমাজের বেশিরভাগ মানুষ যখন ঝামেলাহীন জীবন বলতে বোঝে শুধু নিজের জন্য বেঁচে থাকা-তখন কিছু তরুণ দাঁড়িয়ে গেছে মানবতার প্রশ্নে। তাঁরা নিজেদের অবস্থান থেকে সাধ্যমত এগিয়ে আসার চেষ্টা করছে। তিনি আরও বলেন, ‘প্রত্যেক মানুষের উচিত-প্রয়োজনের অতিরিক্ত কাপড় নষ্ট করে অসহায় মানুষের মাঝে বিতরণ করা। এক্ষেত্রে অনেকে লজ্জার কারণে বিতরণ করে না বা অসহায়রা নিতে চায় না। মানবতার দেয়ালে লজ্জাহীনভাবে যে কেউ প্রয়োজনীয় জিনিস নিতে পারে এবং অপ্রয়োজনীয় জিনিস রেখে দিতে পারে’। সরেজমিন চৌদ্দগ্রাম সাব রেজিষ্ট্রি অফিসের সামনের মানবতার দেয়াল কয়েকদিন পরিদর্শন করে দেখা গেছে, অনেকেই অতিরিক্ত অপ্রয়োজনীয় পরিধেয় কাপড় রেখে যায়। আবার সন্ধ্যা নামলেই অসহায় ব্যক্তি নিজের প্রয়োজনীয় কাপড় নিয়ে যায়। এতেই যুব সমাজের আনন্দ। কারণ-মানবতার দেয়ালের মাধ্যমে তার অপ্রয়োজনীয় কাপড়টি অসহায় ব্যবহার করতে পারছে। এক কথায়-মানবতার দেয়াল সহায় ও অসহায়ের অদৃশ্য বন্ধন।

প্রাইভেট ডিটেকটিভ/ ১১ মে ২০১৯/ইকবাল

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর